কলকাতা: চৈত্রের শেষে যেন বৈশাখের মতো গরম! নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এর মধ্যেই বুধের সকালে মেঘলা আকাশ। তাতেও কমেনি অস্বস্তি। তবে বুধবারেই রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।(Weather Report)বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Read More: চাকরি বাতিল ও নিয়োগ বন্ধের চক্রান্ত! রাম-বামের ষড়যন্ত্রের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। (Weather Report)বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা পাঁচ জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে বইবে।

আবার, বৃহস্পতিবার ৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909912843706929451?s=19
শুক্রবার ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায়। পাশাপাশি, শনিবারও দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে খবর। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর উত্তর-পূর্ব দিক।