কলকাতা : আরও একবার ইডেনের পিচ নিয়ে মাথাচাড়া দিল বিতর্ক। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর ক্ষোভ উগরে দিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।(Ajinkya Rahane)পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কেই নিশানা করেছে তিনি। পাল্টা খোঁচা দিয়ে সুজনের বক্তব্য, মানুষই বিচার করবেন পিচ কেমন হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সুজনের পাশেই দাঁড়ালেন তিনি।
Read More: ২১ দিন জেলের বাইরে, ফের প্যারোলে মুক্তি ধর্ষণ ও খুনের আসামী রাম রহিমের
মঙ্গলবার ইডেনে রীতিমতো বয়েছে চার-ছয়ের বন্যা। ২৩৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ৪ রানে হেরেছে নাইট রাইডার্স। কার্যত তীরে এসে ডুবেছে তরী। দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৪৭২ রানে। পিচ নিয়ে অখুশি রাহানে।(Ajinkya Rahane)ম্যাচের পর বলেন, “আমি যদি পিচ নিয়ে কিছু বলি সেটা নিয়ে বিরাট বিতর্ক হবে। আসলে ইডেনের পিচ কিউরেটর প্রচারে থাকতে পছন্দ করেন।”

রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “একটা টি-টোয়েন্টি ম্যাচ, সেটা আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, লোকে কেন দেখবে? দারুণ ব্যাটিং হবে, দুর্দান্ত কিছু ছয় দেখা যাবে- সেটাই তো টি-টোয়েন্টি ম্যাচকে উপভোগ্য করে তোলে। এই মানসিকতা নিয়েই সবাই টি-টোয়েন্টি দেখে। কেকেআর এখানে ১৮ বছর খেলছে। গতবার ৭টার মধ্যে পাঁচটা হোম ম্যাচ জিতেছে। গতবারও তো একই পিচ ছিল।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1909934640728506563?s=19
পাশাপাশি, রাহানের ক্ষোভ প্রসঙ্গে স্নেহাশিস জানান, “আমি সাংবাদিক সম্মেলনে ছিলাম না। আমার সামনেও এই নিয়ে কোনও কথা হয়নি। ফলে শোনা কথা নিয়ে আমি মন্তব্য করব না। কিন্তু গত তিন ম্যাচে এখানে খুব ভালো ব্যাটিং দেখা গিয়েছে। লখনউ ম্যাচও সবাই উপভোগ করেছে।” তাঁর স্পষ্ট কথা, সিএবির তরফ থেকে সুজন মুখোপাধ্যায়কে পিচ নিয়ে কোনও পরামর্শ দেওয়া হয় না। “আমাদের পিচ কিউরেটর যথেষ্ট অভিজ্ঞ। বিগত সময়ে আমরা একাধিকবার সেরা মাঠের পুরস্কার পেয়েছি। আমরা কেন এতে নাক গলাব? রাহানে কী বলেছে আমি জানি না। যদি সিএবি’কে নিয়ে বলে থাকে, তাহলে ভাবব এই নিয়ে মন্তব্য করব কি করব না”, জানিয়েছেন সিএবি সভাপতি।