কলকাতা : তামিলনাড়ুর সরকারের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।(Supreme Court)শীর্ষ আদালত কড়া নির্দেশ, যদি কোনও রাজ্যপাল মনে করে থাকেন যে তিনি অসীম সাংবিধানিক ক্ষমতার অধিকারী, তবে তা পুরোপুরি ভুল। সেই রায়ের পরেই আশার আলো দেখছে বাংলার সরকার। বাংলার রাজ্যপালের দরবারে বিধানসভায় পাশ হওয়া ২৩টি বিল আটকে রয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন। “আশা করছি বিলগুলির ভবিষ্যৎ এবার উজ্জ্বল হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যপাল ওই ২৩টি বিল নিয়ে দ্রুত সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী”, জানিয়েছেন তিনি।
Read More: তারাপীঠে অনলাইনে পুজো দেওয়ার বিজ্ঞাপন! মন্দিরের তরফ থেকে সতর্কবার্তা ভক্তদের
বিগত ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত ২৩টি বিল আটকে রয়েছে রাজভবনে। জগদীপ ধনকরের পর সিভি আনন্দ বোসের আমলেও পরিস্থিতি রয়েছে সেই একইরকম। দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। কিন্তু আদতে কোনও সুরাহা মেলেনি। এবার সুপ্রিম কোর্ট(Supreme Court)রায় ঘোষণা করায় বিলগুলি অনুমোদনে রাজ্যপাল তৎপর হবেন বলে আশাবাদী বিমান।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, বিল ঝুলিয়ে রাখা বৈধ কাজ নয়। বিলে সাংবিধানিক ত্রুটি থাকলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন রাজ্যপাল। সেক্ষেত্রেও মন্ত্রিসভার পরামর্শ মেনে রাজ্যপালকে চলতে হবে। এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বারবার বিষয়টি রাজ্যপালকে বলেছি। ২০১৬ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিল পড়ে থাকলেও রাজ্যপাল কোনও সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। অপরাজিতা বিল, গণপিটুনি বিলের মত গুরুত্বপূর্ণ ২৩টি বিল অনুমোদন পায়নি। তিনি কোনও সুপারিশও করেননি। কিছু বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, এই পর্যন্তই অগ্রগতি।” পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটছে। এই ধরনের সমস্যা বেশি দেখা দিয়েছে অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909966868317896836?s=19