কলকাতা: চৈত্রের শেষে তীব্র দাবদাহে অস্বস্তি বাড়ছে শহরবাসীর তথা রাজ্যবাসীর৷ সারা দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর আবহাওয়া।(Weather Forecast)তবে মঙ্গলবার কিছুটা স্বস্তি পেতে পারেন আমজনতা। মঙ্গলবার শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন শহরে কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রা।
Read More: কোথায় শাহের প্রতিশ্রুতি! রাষ্ট্রপতি শাসনের পরও অগ্নিগর্ভ মণিপুর
পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে।(Weather Forecast)মঙ্গলবার বিকেল থেকেই আংশিক মেঘলা হতে পারে। সেই সময়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটির অভিমুখ কোন দিকে হবে সেই বিষয়ে কিছুই জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909535735385817496?s=19
মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।