কলকাতা: জ্বলানির দাম থেকে জীবনদায়ী ওষুধের মূল্য আকাশছোঁয়া। এরপর দাম বাড়ল রান্নার গ্যাসেরও।(LPG Price Hike)মধ্যবিত্তদের দিনে দিনে চাপ আরও বাড়ছে মোদী জমানায়। কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এবার সরব হুএন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতার দুরবস্থার কথা তুলে কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: বাতিল পরীক্ষা! দমকলে নিয়োগে বেলাগাম দুর্নীতি বিজেপিশাসিত রাজ্যে
সোমবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। লিখেছেন, ‘মোদি সরকারের বিকাশের প্রকৃত অর্থ ভারতীয়দের শেষ সম্বলটাও শুষে নেওয়া। জীবনদায়ী ওষুধ থেকে পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীকে ধীরে ধীরে মহার্ঘ হয়ে উঠছে।'(LPG Price Hike)
শুধু তাই নয় কেন্দ্রকে নিশানা করে তিনি আরও লেখেন, ‘মধ্যবিত্ত পরিবারগুলির সঞ্চয় ডুবছে, ধারের বোঝা বাড়ছে। এমন অবস্থায় কেন্দ্রের সরকার পরিবারগুলির সংসার খরচের উপর চাপ বাড়াচ্ছে। বিজেপি কেন্দ্রে সরকার চালাচ্ছে না, আমজনতার পকেট কাটছে।’ পাশাপাশি মমতার পুরনো স্লোগানও পোস্ট করা হয়েছে- ‘বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’
Link: https://x.com/ekhonkhobor18/status/1909542746504724947?s=19
উল্লেখ্য, একাধাক্কায় ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। কোপ পড়েছে ভরতুকিযুক্ত গ্যাস বা উজ্জ্বলা যোজনার গ্যাসেও। দাম বেড়ে হয়েছে ৫৫৩ টাকা।