বারাকপুর: ফের বিতর্কে ভাটপাড়া। রামনবমীর(Ram Navami)মিছিলকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে উঠেছে। ভাটপাড়ার রামনবমীর মিছিলে দেখা গিয়েছে ইজরায়েলের পতাকা। এবার তা নিয়েই প্রতিবাদে সরব জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ‘ধর্মীয় উসকানির চেষ্টা’ বলে এবার থানায় অভিযোগ দায়ের করলেন সোমনাথ শ্যাম। পুলিশকে এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে চিঠি লিখেছেন তিনি। ‘বন্ধুত্বের’ ইতিহাস শুনিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা অর্জুন সিংয়ের। তবে ধর্মীয় উৎসবে কূটনৈতিক বন্ধুত্বের পতাকা কেন! তা নিয়ে প্রশ্ন থামছে না।
Read More: ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি বহাল থাকুক! চিঠি লিখে রাষ্ট্রপতিকে আর্জি রাহুলের
রামনবমী(Ram Navami)উপলক্ষে অর্জুন সিংয়ের নেতৃত্বে মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে দেখা যায় ইজরায়েলের পতাকা। অর্জুনের হাতে ইজরায়েলের পতাকা দেখে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম মন্তব্য করেন, “ধর্ম আর রাজনীতি মেলালে চলবে না। যাঁরা এটা করেছে, তাঁরা চায় ধর্মীয় মিছিল, রামের মিছিল নষ্ট করতে। এটা একটা ষড়যন্ত্র।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1909643701225136366?s=19
রবিবারের এই মিছিলের বিতর্ক নিয়ে শোরগোল চরমে উঠেছে। মঙ্গলবার সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, রামনবমীর মিছিলে অর্জুন সিং ইজরায়েলের পতাকা প্রদর্শন করে এলাকায় ধর্মীয় উসকানি ছড়াতে চাইছেন। আর রামনবমীর মিছিলে এধরনের পতাকা বহন ভারতীয় কৃষ্টি, সংস্কৃতির পরিপন্থী। তাই পুলিশের কাছে তাঁর আবেদন, বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হোক।
এই অভিযোগের উত্তরে অর্জুন সিং ঐতিহাসিক প্রসঙ্গ টেনে ভারতের সঙ্গে ইজরায়েলের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলেছেন। “সেই বন্ধু দেশের পতাকা নেওয়া কী সমস্যা?”এই প্রশ্ন তুলে বিতর্ককে চাপা দেওয়ার চেষ্টা করলেও ধর্মীয় মিছিলে এহেন পতাকাকে ভালো চোখে দেখছে না ওয়াকিবহাল মহল।
এমনকী অর্জুনের এই ঐতিহাসিক যুক্তিকে মানতে নারাজ সোমনাথ শ্যামও। ধর্মের উৎসবে ইজরায়েলের পতাকা দেখিয়ে যে উসকানিমূলক কাজ করেছেন অর্জুন সিং তা গ্রহণযোগ্য নয় বলেও মনে করছে নানা মহল। পাশাপাশি অর্জুনকে একহাত নিয়ে সোমনাথ শ্যাম বলেন, ”বন্ধুত্ব কারও সঙ্গে কারও থাকতেই পারে। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে কূটনৈতিক বন্ধুত্ব প্রদর্শনের কী দরকার? উনি নিজের বাড়ির ছাদে ইজরায়েলের পতাকা টাঙিয়ে বন্ধুত্ব দেখান না!”