ফতেহপুর: রাস্তা না ছাড়ায় চলল গুলি। মোটরবাইক আরোহী কৃষক নেতা(Farmer Leader)সহ গুলিবিদ্ধ আরও দুইজন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
Read More: সুপ্রিম রায়ে শিক্ষকশূন্য ক্লাসরুম, পরীক্ষক ছাড়াই পরীক্ষা হচ্ছে স্কুলগুলিতে
জানা গিয়েছে, মঙ্গলবার ভাই রিঙ্কু সিং ও ছেলে অভয় সিং-কে সঙ্গে নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছিলেন কৃষক নেতা পাপ্পু সিং।(Farmer Leader)ওই একই রাস্তা ধরে ট্রাক্টরে করে আসছিলেন এলাকার প্রাক্তন প্রধান মন্নু সিং ও তাঁর সহযোগীরা।
ঘটনাটি ঘটে ফতেহপুরের হাতগাম থানা এলাকার তাহিরাপুর মোড়ের কাছে। এই ঘটনার পরে পুলিশ দেহ উদ্ধার করতে এলে দেহ আটকে অভিযুক্ত মন্নু ও তাঁর সহযোগীদের গ্রেফতারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909563304839651352?s=19
অনুমান করা হচ্ছে, মঙ্গলবার সকালে রাস্তার মাঝে বচসার সময় পুরনো বিবাদ থেকেই এই হামলা চালায় মন্নু। বর্তমান পঞ্চায়েত প্রধান তথা পাপ্পু সিংয়ের মা রামদুরালি সিং-এর পরিবারের সঙ্গে মন্নু সিংয়ের পরিবারের বিবাদ দীর্ঘদিনের। সেই থেকেই অতি সামান্য ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে মন্নু সিং-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।