বারাণসী : আরও একবার নারীনিরাপত্তার বেহাল পরিস্থিতি প্রকাশ্যে এল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে।(Uttarpradesh )যোগীরাজ্যের বারাণসীতে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে সাতদিন ধরে গণধর্ষণের অভিযোগ উঠল ২৩ জনের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্তদের মধ্যে ১১ জনকে শনাক্ত করা যায়নি। আটক ৬ জন।
Read More: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নিলেন মমতা
গত ২৯ মার্চ ওই তরুণীকে এক বন্ধু হুকা বারে নিয়ে যায় বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার। এরপর ৪ এপ্রিল পুলিশে নিখোঁজ ডায়রি করে তারা। সেদিনই ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।(Uttarpradesh )কিন্তু পুলিশ কর্তার দাবি, সেই সময় কোনও যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়নি। দু’দিন পরে ৬ এপ্রিল এফআইআর করা হয়। গণধর্ষণের অভিযোগ করা হয় সেখানেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909555662352171516?s=19
নির্যাতিতার পরিবার দাবি করেছে, এক বন্ধু ওই তরুণীকে পিশাচমোচন এলাকার হুক্কা বারে নিয়ে যায়। সেখানে আরও অনেকে তাঁদের সঙ্গে যোগ দেয়। তাদের মধ্যে কেউ ইনস্টাগ্রাম সূত্রে পরিচিত। কেউ বা পুরনো সতীর্থ। এরপরই তরুণীকে ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। সেই পানীয়তে মাদক মিশিয়ে অচেতন করে দেওয়া হয় তাঁকে। এরপরই নাকি একটি অন্য হোটেলে নিয়ে গিয়ে সাতদিন ধরে গণধর্ষণ করা হয় তরুণীকে। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি খতিয়ে দেখে অনেককে চিহ্নিত করে। ৬ জনকে আটক করেছেন তদন্তকারীরা। এখনও ১১ জনের পরিচয় জানা যায়নি। বারবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে যোগী সরকার।