ত্রিপুরা : পাহাড়প্রমাণ দুর্নীতির জাল বেআব্রু হয়ে পড়ল বিজেপিশাসিত ত্রিপুরায়। কথায় কথায় যে বিজেপির নেতারা বাংলা নিয়ে মিথ্যাচার করেন, কালিমালিপ্ত করার চেষ্টা করেন বাংলাকে, এবার খোদ ‘ডবল ইঞ্জিন’ ত্রিপুরার(Tripura )ঘটনাই ঝামা ঘষে দিল তাদের মুখে। ত্রিপুরায় দমকল দফতরের নিয়োগ প্রক্রিয়া ডুবে গিয়েছে অনিয়ম আর দুর্নীতির আঁধারে। ২ বছর আগে নেওয়া লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করতে পারেনি সরকার। পাশাপাশি আরও দুর্নীতি ফাঁসের আশঙ্কায় তড়িঘড়ি বাতিল করে দেওয়া হয়েছে সেই পরীক্ষা!
Read More: তীব্র দাবদাহে স্বস্তির বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া! জানাল হাওয়া অফিস
এভাবে দীর্ঘদিন ধরে ফলপ্রকাশ না করে শেষে লিখিত পরীক্ষা বাতিলের ঘটনা সত্যিই বিরল। এই দুর্নীতিতে শাসক-গোষ্ঠীরই একাংশ জড়িয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। চাপে পড়ে ত্রিপুরার(Tripura )বিজেপি সরকার স্বীকার করেছে বড় ভুল এবং গোলমালের কথা। তাদের সাফাই, বড় ভুল এবং গোলমাল শনাক্ত করতে পেরেছেন পরীক্ষকরা। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় এমন দুর্নীতির কোনও তদন্ত হবে কিনা তা নিয়ে কিছুই বলতে চায়নি সরকার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909539477120307390?s=19
উল্লেখ্য, ত্রিপুরায় দমকল এবং জরুরি পরিষেবা দফতরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০২২ সালে। লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল ২০২৩ সালের ৮ জানুয়ারি। কিন্তু ২ বছরেরও বেশি সময় ধরে কেন সেই পরীক্ষার ফলপ্রকাশ করা হল না, তা নিয়ে দানা বাঁধছিল রহস্য। অবিলম্বে ফলপ্রকাশের দাবিতে দফায় দফায় বিক্ষোভও দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা। শেষে হঠাৎই পরীক্ষা বাতিলের ঘোষণা করা হল। আবার পরীক্ষা নেওয়া হবে কিনা, তা জানানো হয়নি। আমজনতার সন্দেহ, পিছনের দরজা দিয়ে লোক নিয়োগ করার ছক কষেছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত হাটে সেই ‘হাঁড়ি’ ভেঙে যাওয়ায় বছর দুয়েক আগে নেওয়া নিয়োগ পরীক্ষাই বাতিল করে দেওয়া হল।