নয়াদিল্লি: ব্যস্ত রাস্তায় ভয়াবহ দৃশ্য! এক তরুণীকে কুপিয়েই চলেছে এক যুবক। দক্ষিণ পশ্চিম দিল্লির ঘটনায় গা শিউরে উঠছে সাধারণের। রবিবার রাত সাড়ে ৯টায় তএঊনীর ওপর হামলা হয় কিরবি প্লেস বাস স্টপ অঞ্চলে। এরপরে ওই যুবক একই ছুরি দিয়ে নিজেও আহত করে। অবশেষে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে।
সম্প্রতি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, হামলার পরে রোড ডিভাইডারের পাশেই পড়ে রয়েছেন ওই তরুণী ও অভিযুক্ত। জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। পথচলতি জনতা তাঁদের দিকে তাকালেও নির্বিকারে পথ পেরিয়ে যাচ্ছেন। কেউ কেউ দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছেন না। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর। এই ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই হইচই পড়েছে নেটদুনিয়ায়।
সোমবার এই ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ বছরের ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত ২০ বছরের অমিতের বন্ধুত্ব ছিল গত বছরও। কিন্তু সম্পর্কের অবনতি হয় এরপর। আর সেই কারণেই সম্ভবত এই হামলা বলে অনুমান। ওই তরুণীর ঘাড় ও পেটের বাঁদিকে ভয়ানক চোট লেগেছে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অভিযুক্তও। দু’জনকে ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসধীন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে হামলার ছুরি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।