কাঁথি : দুঃসময়ের অন্ত নেই বঙ্গ বিজেপিতে। এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত(Grampanchayat )হাতছাড়া হল গেরুয়া শিবিরের। গ্রাম পঞ্চায়েতটি এল তৃণমূলের দখলে। মাসখানেক আগে পঞ্চায়েত প্রধানের মৃত্যু হয়। সেই কারণে শূন্য প্রধান পদে নির্বাচন হয়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ১২ জন এবং বিজেপির পক্ষে ৮ জন সদস্যের ভোট পড়ে। তবে ১ জন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন।
Read More: বিহারে তৈরি জাল জন্ম শংসাপত্র! পাসপোর্টের আবেদন করে পুলিশের জালে যুবক
উক্ত গ্রাম পঞ্চায়েতে ২২টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি সমান আসন পেয়েছিল। ফলে টসে প্রধান নির্বাচিত হন বিজেপির সদস্য এবং উপ-প্রধান নির্বাচিত হন তৃণমূলের সদস্য। বর্তমানে বিজেপির একজন পঞ্চায়েত(Grampanchayat )সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ১২। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এল। প্রধান পদে বসেন তৃণমূল কংগ্রেসের উমারানি ভুইয়াঁ এবং উপ-প্রধান পদে বসেন শেখ আনোয়ার আলি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1908459006416560157?s=19
এদিন ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, যুব সভাপতি সৌরভ কান্তি বেরার নেতৃত্বে ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্লক তৃণমূল সভাপতি রবীনচন্দ্র মণ্ডল জানান, তৃণমূল ও বিজেপির সমান সংখ্যাগরিষ্ঠ থাকায় টসে বিজেপির প্রধান নির্বাচিত হয়। কিন্তু প্রধানের মৃত্যুর পরে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে যাওয়ায় পঞ্চায়েত দখল করেছে তারা।