কলকাতা : প্রতি বছর পয়লা বৈশাখ রাজ্যজুড়ে পালিত হয় ‘পশ্চিমবঙ্গ দিবস’।(West Bengal Day)এবছর এই বিশেষ দিনটি সর্বস্তরে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, শাখা সংগঠন প্রধান এবং সর্বস্তরের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি জানান, পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি পয়লা বৈশাখ পালন করতে হবে নববর্ষের উৎসব হিসেবেও।
Read More: দীর্ঘ বিতর্কের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাশ সংশোধিত ওয়াকফ বিল
গত বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সভাপতি জানান, আগামী পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন।(West Bengal Day)একদিকে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়, অন্যদিকে এই দিনটি বাংলার সর্বসাধারণ বাংলা বছরের শুভ প্রারম্ভের পুণ্যতিথি হিসেবে উৎসব এবং পুজোর মধ্যে দিয়েও পালন করে থাকেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907739798510424499?s=19
তৃণমূলের নির্দেশিকায় দলের সর্বস্তরের কর্মীদের উদ্দেশে জানানো হয়, রাজ্যের সর্বস্তরে অর্থাৎ জেলা, ব্লক, টাউন, অঞ্চল, ওয়ার্ড-সহ সর্বত্র উপযুক্ত মর্যাদা ও উৎসবের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। একইভাবে নববর্ষের উৎসবও সম্মিলিতভাবে পালন করতে হবে। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধার্য্য, রক্তদান উৎসব, বিভিন্ন জনহিতকর কার্য ইত্যাদির মাধ্যমে এই বিশেষ দিনটি জনসংযোগ-সহকারে পালন করতে হবে। স্থানীয় বিশেষ বিদগ্ধ ব্যক্তিদের সম্মানিত করতে হবে। স্থানীয় ছোটদের, বিশেষ করে কিশোর-কিশোরীদের অনুষ্ঠানে সংযুক্ত করে তাদের মধ্যে ‘বাংলা অস্মিতা’র চেতনা উদ্বুদ্ধ করতে হবে।
পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, প্রতি পাড়া ও মহল্লায় ছোট ছোট অসংখ্য অনুষ্ঠানের আয়োজন করতে হবে। বাংলা নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের প্রচার উপযুক্ত হোর্ডিং এবং ব্যানারের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠান রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি-বাংলার জল’ পরিবেশনের মাধ্যমে শুরু হবে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হবে। বাংলার ঐতিহ্যশালী সংস্কৃতি এবং আবহমান কৃষ্টিকে মাথায় রেখেই এইসব অনুষ্ঠানের আয়োজন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তৃণমূল রাজ্য সভাপতি।