নয়াদিল্লি: বুধবার মধ্যরাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী পাশ হয়। রাত ১টা ৪৭ মিনিটে এটি পাশের পরেও মুলতুবি না করে মণিপুর প্রস্তাব নিয়ে আলোচনার ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। বিরোধী শিবিরের হেভিওয়েট নেতারা তখন সংসদের নিম্নকক্ষে অনুপস্থিত। সেই সময়েই মণিপুর প্রস্তাব(Manipur Resolution)পাশ কেন্দ্রের।
Read More: ওষুুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল, ব্লকে ব্লকে কর্মসূচির আহ্বান মমতার
মণিপুরে অশান্তির জেরে ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তারপর সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। নিয়ম অনুযায়ী, কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হলে দু’মাসের মধ্যে সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়। রাষ্ট্রপতি শাসণের সেই প্রস্তাবই বুধবার মধ্যরাতে সংসদে পেশ করা হয় সরকারের তরফে।(Manipur Resolution)তারপরই তা পাশ হয় সংসদের নিম্নকক্ষে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907434112887160887?s=19
তবে মণিপুর নিয়ে মোদী সরকারকে একহাত নেন বিরোধীরা। তৃণমূলের সায়নী ঘোষ প্রশ্ন তোলেন, “সারা বিশ্ব যখন মণিপুর নিয়ে উত্তাল, মহিলাদের উলঙ্গ করে হাঁটানো হচ্ছে, তখনও প্রধানমন্ত্রী নির্বিকার।” শুধুমাত্র তৃণমূলই নয় ডিএমকে সাংসদ কানিমোঝিও এ প্রসঙ্গে বলেন, “সরকার যে মণিপুরকে একেবারেই গুরুত্ব দেয় না, সেটা বোঝা যাচ্ছে, এই মধ্যরাতে আলোচনার প্রস্তাব দেওয়ায়।” আবার, কংগ্রেসের শশী থারুর বলেন, “মণিপুরে এতদিন অগ্নিগর্ভ পরিস্থিতি অথচ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী একবারও সে রাজ্যে যেতে পারলেন না।”
বিরোধীদের সমালোচনার পরেই মণিপুর প্রসঙ্গে অমিত শাহ ভাষণ দেন। এই ভাষণের পরেই মণিপুর প্রস্তাব পাশ হয়ে যায়।