নয়াদিল্লি: হৃদরোগ থেকে রক্তচাপ অথবা সুগার এই সমস্ত রোগের ওষুধের এবার বাড়ল দাম। প্রায় ৯০০ এর কাছাকাছি অত্যাবশ্যকীয় জীবনদায়ী ওষুধের(Life Saving Drug)দাম বাড়িয়েছে কেন্দ্র। মঙ্গলবার, পয়লা এপ্রিল থেকেই এই বর্ধিত মূল্য লাগু হয়েছে। এই সিদ্ধান্তের পরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল।
Read More: চলতি অর্থবর্ষে বিপুল রাজস্ব আদায় বাংলা সহায়তা কেন্দ্রের, নয়া নজির মমতা সরকারের
জীবনদায়ী ওষুধের(Life Saving Drug)দাম বাড়ার তীব্র প্রতিবাদ করছে তৃণমূল। দৈনন্দিন অত্যাবশ্যকীয় ওষুধের দাম এভাবে বাড়ানোয় মানুষের বেঁচে থাকার অধিকার, চিকিৎসার অধিকার, স্বাস্থ্যের অধিকার খর্ব করা হচ্ছে। জীবনবিমায় জিএসটি, স্বাস্থ্যবিমায় জিমূল্যবৃদ্ধিও দৈনন্দিন ব্যবহারের ওষুধের যেভাবে দাম বাড়ানো হচ্ছে, তাতে নিম্ন ও মধ্যবিত্ত সংসারে ব্যাপক টানাটানি পড়বে। এই মর্মে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, অবিলম্বে কেন্দ্রীয় সরকার ওষুধের এই বর্ধিত দাম প্রত্যাহার করুক বলে। অবিলম্বে জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহার করা হোক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907351903240868087?s=19
প্রায় ৯০০টি শুগার, প্রেশার, জ্বর, সর্দিকাশি থেকে শুরু করে হৃদরোগ, এইডস, ক্যান্সারের মতো রোগের ওষুধও ১.৭৪ শতাংশ বর্ধিত হারে বিক্রি হচ্ছে গোটা দেশে। সাধারণ মানুষের কথা বিন্দুমাত্র চিন্তা না করে কেন্দ্রের এই স্বৈরাচারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস।