কলকাতা : দাবদাহের প্রকোপে গলদঘর্ম রাজ্যবাসী। এমতাবস্থায় স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বৃষ্টিতে ভিজবে পশ্চিমের তিন জেলা।(Weather Report)সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ও ঝাড়গ্রাম। বৃহস্পতিবারও উপকূলবর্তী ও পশ্চিমের জেলারগুলিতে বর্ষণের পূর্বাভাস রয়েছে।
Read More:এপ্রিলে ১৬দিন বন্ধ ব্যাঙ্ক, রইল সম্পূর্ণ তালিকা
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়বে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।(Weather Report)বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্বের জেলাগুলিতে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907380669753487802?s=19
তবে কলকাতার তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে হাওয়ার বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি।উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বর্ষণের সম্ভাবনা আরও একটু বাড়বে। এই তিনজেলার সঙ্গে বৃষ্টতে ভিজতে পারে বাংলা।