কলকাতা: রামনবমীর(Ram Navami)মিছিল নিয়ে কোনো বড় ছক কষছে বিজেপি। এহেন আশঙ্কা রয়েছে বিভিন্ন মহলের। রামনবমী নিয়ে গেরুয়া শিবিরের মাতামাতি কার্যত গৌণ করেছে ছাব্বিশের নির্বাচনকে। এর থেকেই আশঙ্কা করা হচ্ছে কোনো বড় অশান্তির ছক থাকতে পারে। তবে এবার রামনবমী নিয়ে সিদ্ধহস্ত কলকাতা পুলিশ। ইতিমধ্যেই শোভাযাত্রায় অংশগ্রহণকারী কারও হাতে অস্ত্র দেখা গেলে, উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ ভার্মা।
Read More: নিজের রাজ্যের জন্য ক্ষতিপূরণ, অথচ বাতিলের খাতায় বাংলা! ফের ফুটে উঠল মোদীর বঙ্গবিদ্বেষ
রামনবমী নিয়ে সতর্কতা অবলম্বন করছে কলকাতা পুলিশ। সিপি মনোজ ভার্মার নির্দেশে রামনবমীর(Ram Navami)মিছিলের উদ্যোক্তাদের সংশ্লিষ্ট থানায় ডেকে কলকাতা হাইকোর্টের গাইডলাইন ধরিয়ে দেওয়া হচ্ছে। হাইকোর্টের গাইডলাইন মেনেই কলকাতায় রামনবমীর মিছিল করতে হবে উদ্যোক্তাদের।
আবার, এক বৈঠকে থানার ওসিদের সিপি জানান, এমনিতে কলকাতা শহরে ডিজে নিষিদ্ধ। রামনবমীর শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। তেমনই বের করা যাবে না বাইক মিছিল। কেউ জোর করে বাইক মিছিল করার চেষ্টা করলে, তা বাজেয়াপ্ত করার পাশাপাশি দোষী ব্যক্তিকে গ্রেফতার করতে হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907324740638736578?s=19
এর পাশাপাশি, লালবাজার জানিয়েছে, যে কোনও অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে কালবিলম্ব না করে ব্যবস্থা নিতে এবং সামান্য কোনও অশান্তির সূত্রপাত হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে পুলিশকে। যাতে ওই ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর সঙ্গেই থানাগুলির পুরো বাহিনীকে রামনবমীর দু’দিন সজাগ থাকতে বলা হয়েছে। থানায় পুরো পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যাতে যে কোনও পরিস্থিতি সামাল দিতে বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে। স্পর্শকাতর এলাকায় নজরদারির সঙ্গে সেখানে বাহিনীও মোতায়েন থাকবে।