প্রতিবেদন : চলতি আইপিএলে অব্যাহত পিচ-বিতর্ক। ইডেন, চিপকের এবার বিতর্কের কেন্দ্রে লখনউয়ের একানা স্টেডিয়াম। মঙ্গলবার পাঞ্জাবের বিরুদ্ধে হারের পর পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এলএসজি মেন্টর জাহির খান।(Jahir Khan)যা বললেন তার সারকথা, যেন পাঞ্জাবের কিউরেটর পিচ বানিয়েছেন!
Read More: চাঁদিফাটা গরম থেকে রেহাই, চলতি সপ্তাহেই বৃষ্টি একাধিক জেলায়
এদিন আইপিএলে লখনউয়ের প্রথম ঘরের ম্যাচ ছিল। ৮ উইকেটে ম্যাচ জেতে পাঞ্জাব। ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন পাঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিংহ। অপরাজিত অর্ধশতরান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। অথচ প্রথমে ব্যাট করে ১৭১ রান তুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। ম্যাচের পর জাহির খান(Jahir Khan)বলেন, “নিজেদের হোম ম্যাচ ভাবতে একটু হতাশই লাগছে। আইপিএলে আমরা দেখেছি দলগুলো কীভাবে হোম ম্যাচের সুবিধা পায়। সেই দিক থেকে মনে হচ্ছে, এখানের কিউরেটর হোম ম্যাচ বলে মনেই করেননি। যেন পাঞ্জাবের কিউরেটরের হাতে দায়িত্ব ছিল। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1907382465540321754?s=19
পাশাপাশি লখনউ অধিনায়ক ঋষভ পন্থও জানিয়েছেন, পিচের চরিত্র ঠিক বুঝতে পারেননি তিনি। এই ম্যাচেও রান পাননি ঋষভ। ৫ বল খেলে ২ রানে আউট হন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার। সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন জাহির। “ও আমাদের অধিনায়ক। একটা না একটা পথ তো খুঁজতেই হবে। সকলেরই ওকে নিয়ে প্রত্যাশা আছে। অধিনায়ক হিসেবে ভালো কাজ করছে। আমার বিশ্বাস, প্লেয়ার হিসেবেও পন্থ একই রকম অবদান রাখবে”, জানান তিনি।