নয়াদিল্লি : নরেন্দ্র মোদীর জমানায় বাংলা(Bengal )বরাবরই রয়ে গিয়েছে অবহেলার অন্ধকারে। দিনের পর দিন জারি থেকেছে কেন্দ্রের বঞ্চনা। অতিসম্প্রতিই দুটি রাজ্যে ঘটেছে দুটি একইরকম দুর্ঘটনা। অথচ দুই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার যোজন ফারাক!
Read More: বিজেপিশাসিত রাজ্যে বিষাক্ত গ্যাস লিকে মৃত্যু অ্যাসিড কারখানার মালিকের, আশঙ্কাজনক ৪০
গুজরাটের বাজি কারখানার দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৫ জনের। আরও বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপতালে। এছাড়া অনেকে চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। পাশাপাশি বাংলার পাথরপ্রতিমার ধলাহাটে বাজি কারখানার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকজন। অথচ মঙ্গলবার কেবল তাঁর নিজের রাজ্য গুজরাটের দুর্ঘটনায় দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আর বাংলার বিষয়ে রয়ে গিয়েছেন ‘স্পিকটি নট’!
Link: https://x.com/ekhonkhobor18/status/1907109449153564797?s=19
স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। বাংলা(Bengal )কি ভারতবর্ষের বাইরে? প্রধানমন্ত্রী গুজরাটের বাজি কারখানার দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা করতে পারলে বাংলার বেলায় ব্যতিক্রম কেন? উঠছে প্রশ্ন। বাংলাতেও তো বাজি কারখানা দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ভোটের সময় নিজেকে বাংলার মানুষের কাছের লোক বলে বোঝাতে চেষ্টায় কোনও ত্রুটি রাখেন না মোদী। তবে এক্ষেত্রে কেন এমন পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। “পক্ষপাতদুষ্ট প্রধানমন্ত্রী। গুজরাটে বাজি কারখানায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দরদ-ভরা ট্যুইট ও ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ। বাংলার বাজি কারখানার দুর্ঘটনায় হতাহতদের কোনও উল্লেখ নেই। এই বিজেপি বাংলাবিরোধী। এই জন্যই এদের বাংলাবিরোধী বলা হয়”, নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।