প্রতিবেদন: নতুন অর্থবছরে প্রথম মাসেই মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।(Bank Holiday)রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে দেশজুড়ে এই পরিষেবা বন্ধ রাখা হয়। তবে আঞ্চলিক ছুটি এক একটি রাজ্যে এক এক রকমের হয়। এই ছুটির সিদ্ধান্ত নেয় সেই রাজ্যের সরকার।
Read More: জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি! কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব তৃণমূল
জানা গিয়েছে, এপ্রিল মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।(Bank Holiday)পয়লা এপ্রিল বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে বন্ধ রাখা হয় ব্যাঙ্ক। তবে সারা দেশে নয়। ব্যাঙ্ক খোলা ছিল মিজোরাম, হিমাচল প্রদেশ, মেঘালয়, ছত্তিশগড় ও বাংলায়। এরকম আর কোন কোন দিন ব্যাঙ্কের পরিষেবা কোথায় বন্ধ থাকবে দেখে নিন সেই তালিকা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907354090327470484?s=19
৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিনে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ এপ্রিল: সাপ্তাহিক ছুটি সারা দেশে বন্ধ পরিষেবা।
১০ এপ্রিল: মহাবীর জয়ন্তী উপলক্ষে অধিকাংশ রাজ্যে বন্ধ ব্যাঙ্ক।
১২ এপ্রিল: দ্বিতীয় শনিবার গোটা দেশে বন্ধ।
১৩ এপ্রিল: সাপ্তাহিক ছুটি সারা দেশে।
১৪ এপ্রিল: আম্বেদকর জয়ন্তী উপলক্ষে কিছু রাজ্যে বন্ধ।
১৫ এপ্রিল: বাংলা নববর্ষ. হিমাচল দিবস, বোহাগ বিহু উপলক্ষে ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে কিছু রাজ্যে।
১৬ এপ্রিল: বোহাগ বিহুতে গুয়াহাটির সমস্ত ব্যাঙ্ক বন্ধ।
১৮ এপ্রিল: গুড ফ্রাইডে অধিকাংশ রাজ্যে বন্ধ পরিষেবা।
২০ এপ্রিল: সাপ্তাহিক ছুটি।
২১ এপ্রিল: গরিয়া পুজো আগরতলায় বন্ধ ব্যাঙ্ক।
২৬ এপ্রিল: চতুর্থ শনিবার ছুটি সারা দেশে।
২৭ এপ্রিল: সাপ্তাহিক ছুটি।
২৯ এপ্রিল: পরশুরাম জয়ন্তী উপলক্ষে সিমলায় বন্ধ ব্যাঙ্ক।
৩০ এপ্রিল: বাসব জয়ন্তী, অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেঙ্গালুরুতে বন্ধ রাখা হবে ব্যাঙ্ক।