নয়াদিল্লি: , ‘নরেন্দ্র মোদী(Narendra Modi)সেপ্টেম্বর মাসের পর আর প্রধানমন্ত্রী থাকবেন না।’ উদ্ধবপন্থী শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের এই দাবিতে জল্পনা তুঙ্গে উঠেছে। নাগপুরে সংঘের দফতরে যাওয়ার পরের দিনই সঞ্জয় রাউত এই দাবি করেছেন। রাউতের দাবি, ‘সেপ্টেম্বরেই নরেন্দ্র মোদির বয়স ৭৫ হয়ে যাচ্ছে। নিজের তৈরি করা অঘোষিত নিয়মের জালেই জড়িয়ে গিয়েছেন তিনি। এবার অন্য কেউ তাঁর স্থলাভিষিক্ত হবেন।’
Read More: নেই সুকান্ত, প্রধানমন্ত্রীর পাশে শুভেন্দু! রামনবমীর পোস্টারকে ঘিরে ভাঙন বঙ্গ বিজেপিতে
সোমবার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এ প্রসঙ্গে বলেন, ‘১০ বছরে একবারও নাগপুরে আরএসএস দপ্তরে যাওয়ার সময় হল না মোদির।(Narendra Modi)তাহলে এ বছরই কেন? কারণ, আরএসএস থেকে তাঁর রাজনৈতিক যাত্রার সূত্রপাত হয়েছিল। সঙ্ঘই তাঁকে পৌঁছে দিয়েছিল প্রধানমন্ত্রীর চেয়ারে। তাই তিনি হয়তো অবসরের আবেদনপত্র জমা দিতেই নাগপুরে গিয়েছিলেন।’
Link: https://x.com/ekhonkhobor18/status/1907003482273640656?s=19
তিনি আরও বলেছেন, ‘আমাদের কাছে নিশ্চিত খবর আছে, আরএসএস এখন প্রধানমন্ত্রী পদে বদল চাইছে। আগামী সেপ্টেম্বর মাসের পর আর মোদিকে ওই পদে রাখতে নারাজ তারা।’ এখানেই শেষ নয়। তাঁর দাবি, ‘মোদির উত্তরসূরি, অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী মহারাষ্ট্র থেকেই হবেন।’
সঞ্জয় রাউতের এই বিস্ফোরক মন্তব্য যে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে তার প্রমাণ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের প্রতিক্রিয়া। তিনি এই বক্তব্যকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেন, ‘আমাদের নেতা নরেন্দ্র মোদি। আগামী দিনেও তিনিই থাকছেন। ২০২৯ সালেও আমরা তাঁকেই প্রধানমন্ত্রী চাই। সুতরাং শিবসেনার এই মন্তব্য রাজনৈতিক জলঘোলা করার প্রয়াস। এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই।’ তবে তাতেও জল্পনা থামছে না। মহারাষ্ট্র থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী! রাউতের এই দাবি উঠতেই সামনে আসছে দুটি নাম। সংঘের ঘনিষ্ঠ নীতিন গড়কারি এবং দেবেন্দ্র ফড়নবিশ দুজনেই। তবে এই দুজনের মধ্যেই কেউ প্রধানমন্ত্রী হতে চলেছেন? তা নিয়ে শুরু জল্পনা।
নয়ের দশক থেকে শুরু শিবসেনা এবং বিজেপির জোট। কিন্তু পরে ২০১৯ সালের বিধানসভা ভোটের পর মোদী ক্ষমতায় আসায় অসম্মানিত হয়ে জোট থেকে বেরিয়ে যায় শিবসেনা। অতএব বোঝাই যাচ্ছে আরএসএস তথা সংঘের সঙ্গে শিবসেনার সম্পর্ক বহু পুরনো। অর্থাৎ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের কথা একেবারেই ফেলে দেওয়া যায় না। কারণ শিবসেনার সঙ্গে সঙ্গে সম্পর্ক বহু পুরনো হওয়ায় আরএসএসের অন্দরের গতিপ্রকৃতি সম্পর্কে যথেষ্ট ধারণা আছে শিবসেনার। তাই সঞ্জয় রাউতের এই দাবি নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে।