প্রতিবেদন : ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার।(Central Government)বছরের পর বছর ধরে চলছে কেন্দ্রের বঞ্চনা। যার কবল থেকে রেহাই পায়নি উত্তরবঙ্গের বিস্তীর্ণ চা-বলয়। চা বাগানগুলি দীর্ঘদিন ধরে রয়ে গিয়েছে অবহেলার আঁধারে। এবার এই বঞ্চনার বিরুদ্ধে জবাব দিতে এবং শ্রমিকদের অধিকার ছিনিয়ে আনতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
Read More: কলকাতা যাদুঘরে বোমাতঙ্ক! হুমকি মেল দেখেই খবর লালবাজারে
আন্দোলনের মূল স্লোগান, ‘মোদীর কথা বনাম দিদির কাজ’। আগামী ৮ এপ্রিল, সোমবার থেকে ১১ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত পদযাত্রা, মিটিং ও পিএফ অফিস ঘেরাও করে আন্দোলন চালানো হবে। আলিপুরদুয়ারের সংকোশ থেকে আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে জলপাইগুড়ির চা-বাগানগুলিতেও। সকাল নটা থেকে শুরু হবে পদযাত্রা ও কর্মসূচি। বিকেল পাঁচটায় গেট মিটিং এর মধ্য দিয়ে প্রত্যেক দিনের সূচি শেষ হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907065403811172673?s=19
এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “সংসদে চা-শ্রমিকদের একের পর এক সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হলেও কেন্দ্রীয় মন্ত্রীদের তরফে মিলছে না সঠিক উত্তর কেন্দ্রের অধীনস্থ চা-বাগানগুলিতে দিনের পর দিন বন্ধ শ্রমিকদের বেতন। কেন, প্রশ্ন করা হলেও তাতেও মিলেছে মিথ্যা উত্তর। বলা হয়নি সমাধান।”
পাশাপাশি, তাঁর কথায়, “বাগান শ্রমিকদের পিএফ বঞ্চনা তো আছেই, পাশাপাশি কেন্দ্রের(Central Government)অধীনস্থ চা-বাগানগুলিতে শ্রমিক সন্তানদের জন্য নেই স্কুলের বাস। এই প্রশ্ন তোলা হলেও সঠিক উত্তর মেলেনি। জীবনের ঝুঁকি নিয়ে চা তোলার লরিতে শ্রমিক সন্তানদের স্কুলে যাতায়াত করতে হয়। কেন্দ্র বাস দিচ্ছে না। মোদী শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন, অথচ শ্রমিকদের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়টিকে সামনে রেখেই হবে জোরালো আন্দোলন। তাই আন্দোলনের স্লোগানই হল ‘মোদীর কথা বনাম দিদির কাজ’।”
উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল আলিপুরদুয়ারের সংকোশ এবং জলপাইগুড়ির এলেনবাড়ি থেকে জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ অফিসের উদ্দেশে পদযাত্রা শুরু করবে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন। এরপর, আগামী ১১ এপ্রিল জলপাইগুড়ি পিএফ অফিসের সামনে জনসাধারণের প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হবে এই তিনদিনব্যাপী কর্মসূচি।