কলকাতা: বিজেপির অন্দরে দলীয় কোন্দল যে চরমে উঠেছে তার প্রমাণ মিলেছে একাধিকবার। নবীন প্রবীনদের মধ্যে যে দ্বন্দ্ব তা দিনে দিনে আরও প্রকাশ্যে আসছে গেরুয়া শিবিরে। আবার ফের রামনবমীর(Ram Navami )পোস্টারকে ঘিরে বঙ্গ বিজেপির অন্দরের গোষ্ঠী বিভাজন ফের প্রকাশ্যে। দেখা গিয়েছে রামনবমীর হোডিং এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির পাশে নেই সুকান্ত মজুমদারের ছবি। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি সেখানে বর্তমান। এই পোস্টার প্রকাশ্যে আসতে শুরু হয়েছে নয়া সংঘাত।
Read More: বরাদ্দ তহবিলের ১ শতাংশেরও কম ব্যয়! দূষণ নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থ মোদী সরকার, জানাল রিপোর্ট
২৬ এর নির্বাচনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রামনবমী।(Ram Navami) বর্তমানে বঙ্গ বিজেপির লক্ষ্য রামনবমী। গেরুয়া শিবিরের অন্ধরে তা নিয়ে চলছে জোর প্রস্তুতি। এহেন পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ব্রাত্য রেখে বিরোধী দলনেতার ছবি প্রধানমন্ত্রীর পাশে! মানতে অসুবিধা হচ্ছে সুকান্ত ঘনিষ্ঠদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907001233900236864?s=19
কলকাতার বিভিন্ন এলাকায় পড়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার। পূর্ব মেদিনীপুরের একটি মন্দিরের পুরোহিতের নাম দিয়ে প্রচারিত এই পোস্টার নিয়ে প্রবল ক্ষুব্ধ সুকান্তের ঘনিষ্ঠ মহল। এই ঘটনার পর থেকেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। পাশাপাশি এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।
আবার রাজ্য বিজেপিতে শুভেন্দু বিরোধী গোষ্ঠীর অভিযোগ, রাজ্য সভাপতিকে এভাবে অবজ্ঞা করাটা বিজেপির সংস্কৃতি বিরোধী। এটা শুভেন্দু অধিকারীদের গোটা বঙ্গ বিজেপিকে ‘হাইজ্যাক’ করার চেষ্টার প্রমাণ বলে অভিযোগ আদি বিজেপি কর্মীদের।
বঙ্গ বিজেপির অন্দরের এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই অদ্ভুত যুক্তি দিয়ে এই গোষ্ঠীকোন্দলকে ধামাচাপা দেওয়ার প্রবল চেষ্টা করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “এতে অসুবিধার কী? নরেন্দ্র মোদিও ফর্সা। শুভেন্দু অধিকারী ফর্সা! মাঝখানে রাম, গায়ের রং কালো। কনট্রাস্ট! ব্যাপক মানানসই ব্যাপার!”