জলপাইগুড়ি : বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষভাবে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)চালু করেছেন ‘পথশ্রী’। এবার এই প্রকল্পের মাধ্যমে মাল ব্লকের চা-বাগান এলাকার বাসিন্দাদের দাবি পূরণ হল। নারকেল ফাটিয়ে, ফিতে কেটে নতুন রাস্তার কাজের শুভ উদ্বোধন করলন রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিক বরাইক।
Read More: প্রথম সপ্তাহেই অনন্য নজির আইপিএলের! রেকর্ড অঙ্ক স্পর্শ করল দর্শকসংখ্যা
পাশাপাশি, উপস্থিত ছিলেন বাগড়াকোর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ-সহ বাগরাকোট গ্রাম পঞ্চায়েত প্রধান, উপ প্রধান-সহ অন্যরা। লিসরিভার চা-বাগানের বাসিন্দা স্টিফেন তিরকি, উত্তম তেলি, অনুপ শর্মা প্রমুখ বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবি করে আসছিলাম আমরা অবশেষে সে রাস্তার কাজ শুরু হয় আমরা ভীষণ খুশি। আমরা চাই না এই রাস্তায় আর দুর্ঘটনা হোক। এই রাস্তার কাজ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)ধন্যবাদ জানাই।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1905702647371567205?s=19
এপ্রসঙ্গে আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিক বরাইক জানান, “রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ করে চলেছেন। এরই মধ্যে আজ খুশির ইদের দিন রাস্তার কাজের সূচনা হল। প্রায় ৭ কোটি ২২ লক্ষ টাকা ব্যায়ে সাড়ে সাত কিলোমিটার রাস্তা তৈরি হবে। রাস্তাটি যাতে উন্নত মানের হয় সেদিকে আমাদের নজর থাকবে। এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল রাস্তার জন্য। আজ রাস্তা হওয়ায় খুশি আমিও।”