প্রতিবেদন : এবার বিজেপিশাসিত রাজস্থানের(Rajasthan )এক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল অ্যাসিড কারখানার মালিক। আশঙ্কাজনক ৪০ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন।
Read More: ‘মোদীর কথা বনাম দিদির কাজ’, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের পথে আইএনটিটিইউসি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেওয়ার থানা এলাকার বিদায়ায় ‘সুনীল ট্রেডিং কোম্পানি’র গুদামে (Rajasthan)সোমবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। আচমকা ট্যাঙ্কার লিক করে বাতাসে বিষাক্ত গ্যাস মেশা শুরু হয়। এর ফলে ওই এলাকার একাধিক পোষ্য ও পথকুকুরদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও মৃত্যু হয়েছে সুনীল সিঙ্ঘল নামে এক ব্যক্তির। তিনি ওই কারখানার মালিক। দীর্ঘক্ষণ বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি। এর ফলেই অসুস্থ হয়ে পড়েন। আজমেরে একটি হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাঁকে।
এদিন স্থানীয় বাসিন্দারা দরজা-জানলা বন্ধ করেও রেহাই পাননি গ্যাসের প্রভাব থেকে। শুরু হয় শ্বাসকষ্ট আর চোখ জ্বালা। দ্রুত এলাকার ৬০ জন মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের বেওয়ারের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ ৪০ জন এখনও চিকিৎসাধীন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907084000427995352?s=19
ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন জেলাশাসক, পুলিশকর্তা এবং দমকল বাহিনী।প্রশাসন দ্রুত গোটা এলাকা ফাঁকা করে দেয়। রাত ১১টা নাগাদ গ্যাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও সাধারণ মানুষের মধ্যে এখনও গ্যাস লিক নিয়ে আতঙ্ক রয়েছে। জেলা প্রশাসক ডঃ মহেন্দ্র খাড়গাওয়াত জানান, আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাসিড কারাখানাটিকে।