মিরাট: ধর্মকে অস্ত্র করে বারবার বিভিন্ন রাজ্যে রণনীতি সাজিয়েছে বিজেপি। যোগীরাজ্যেও বারবার সং্খ্যালঘুদের কোণঠাসা করার রাজনীতির চিত্র সামনে এসেছে। ফের আবার সং্খ্যালঘুদের বিরুদ্ধে ধর্মের রাজনীতি উত্তরপ্রদেশে। রমজান মাস চলাকালীনই কড়া নির্দেশিকা জারি করলেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তা।
অনুমতি ছাড়া রাস্তায় বসে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি। রাস্তায় বসে নামাজ পড়লে অসুবিধা হয় সাধারণ মানুষের। এহেন নির্দেশ জারি করা হয়েছে উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তার তরফে। এই নির্দেশ না মানলেই কঠোর শাস্তি হবে বলেও জানানো হয়েছে৷ এমনকী মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, বিনা অনুমতিতে রাস্তায় বসে নামাজ পড়লে পাসপোর্ট পর্যন্ত বাতিল করা হতে পারে।
মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নামাজ পড়তে পারবেন না। কোনও অনুমতি ছাড়া রাস্তায় নামাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোয়াতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রমজান মাসে রাস্তা বন্ধ করে প্রত্যহ নামাজ পড়ায় যানজট সৃষ্টি হচ্ছে। তা নিয়ে অভিযোগ সামনে এসেছে। সে কারণেই এই নির্দেশিকা। তবে সংখ্যালঘুদের একাংশের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখার নামে অহেতুক সংখ্যালঘুদের হেনস্তার চেষ্টা করা হচ্ছে। যোগীরাজ্যের এই নির্দেশিকাকে ঘিরে বিতর্ক চরমে উঠেছে।