লন্ডন: ২৭ মার্চ, বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।(Mamata Banerjee)আজ বিকেল হলেই লন্ডনের এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন মমতা। বিকেল ৫টা বাজলেই শোনা যাবে তাঁর বক্তব্য। ইতিমধ্যেই জানা গিয়েছে, ১১টা নাগাদই তাঁর রওনা হওয়ার কথা অক্সফোর্ডের উদ্দেশে।
Read More: খোলা লেভেল ক্রসিং, দাঁড়িয়ে ট্রেন, মদের নেশায় চুর গেটম্যান! হুগলিতে হুলস্থুল, প্রশ্নের মুখে রেল
এদিন দুপুর ১টা বাজলেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)পৌঁছবেন অক্সফোর্ড। বক্তব্য রাখার সময় বিকেল ৫টা। এর মধ্যে বাড়তি সময়ে তিনি অক্সফোর্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। ঘুরে দেখবেন অক্সফোর্ডের লাইব্রেরিও। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন। এছাড়া সেখানকার বেশ কিছু গবেষক ও অধ্যাপক তার সঙ্গে দেখা করতে পারেন। অক্সফোর্ডে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গী হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই উদ্দেশে ইতিমধ্যেই লন্ডন পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ আলাপচারিতায় থাকবেন কেলগ কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিচিই ও লর্ড করণ বিলমোরিয়া। প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন সামাজিক উন্নয়ন, কন্যা সন্তান ও মহিলাদের উন্নয়নের উপরে। মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে কেলগ কলেজ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতের অন্যতম প্রভাবশালী নেত্রী। প্রভাবশালী এই নেত্রীর রাজনৈতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক জার্নি সম্পর্কে অনেক কিছুই জানা যাবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904911555353026741?s=19