কলকাতা: বৃহস্পতিবার অক্সফোর্ডের মঞ্চে বক্তব্য পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।(Mamata Banerjee)উদগ্রীব হয়ে তাকিয়ে সারা বাংলা। অবশেষে আমন্ত্রণে সাড়া দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় রাত সাড়ে ১০টা এবং স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ শুরু হবে অনুষ্ঠান। জননেত্রীর বক্তব্য শুনতে উৎসাহী অক্সফোর্ড।
অক্সফোর্ডের এই মঞ্চে বাঙালি হিসেবে শেষ বক্তব্য রাখেন নোবেলজয়ী অমর্ত্য সেন। এরপরে সেই মঞ্চেই নারী ক্ষমতায়নে তৃণমূল সরকারের উন্নয়ন যজ্ঞের কথা তুলে ধরবেন মমতা।(Mamata Banerjee)তবে তার আগে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখবেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলের সঙ্গে বাসে করে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Read More: আমদানি করা গাড়িতে ২৫ শতাংশ শুল্ক! ট্রাম্পের নয়া শুল্কনীতি চিন্তা বাড়াচ্ছে ভারতীয় সংস্থাগুলির
একটি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছেন বাংলার মুখ্যমন্ত্রীকে খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরমহলের নানা বিষয় দেখাতে। বিশেষ করে জগৎ বিখ্যাত অক্সফোর্ড লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন বিভাগ যেখানে বিভিন্ন দশকে পৃথিবীর বিভিন্ন দেশের বিশিষ্ট গুণীজনেরা এসে পঠন-পাঠনে অংশ নিয়েছেন, সেখানে নিয়ে যাওয়া হবে মমতাকে। বক্তৃতা শুরুর আগেই অক্সফোর্ডের গবেষক-অধ্যাপকদের সঙ্গে দেখা করবেন মমতা। অক্সফোর্ডের কর্মসূচি সেরে রাতেই লন্ডনে ফিরবেন তিনি। পরদিন শুক্রবার হিথরো বিমানবন্দর থেকেই কলকাতায় ফেরার বিমানে উঠবেন বাংলার মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1905222580497486246?s=19