খেড়ি : নারীদের নিরাপত্তা ও সুরক্ষা বহুদিন ধরেই ‘সোনার পাথরবাটি’ হয়ে দাঁড়িয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে।(Uttarpradesh )এবার জানা গেল, যোগীরাজ্যের খেড়ি জেলার সান্দাউরা গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাত্র ৫০ হাজার টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছেন বাবা! পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই মহিলার স্বামী।
Read More: গোয়ায় সাম্প্রদায়িক উসকানি বিজেপির! ক্ষুব্ধ বিরোধীরা
গত বছরের ১০ই জুন চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়িতে যান সেই তরুণী। তাঁর স্বামী পেশায় একজন কৃষক। তিনি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীকে একটি হাসপাতালে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করান শ্বশুরবাড়ির লোকেরা। এর কয়েকদিন পর সীতাপুরের তাম্বোর (Uttarpradesh)গ্রামের এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন।

বিগত ২০২৩ সালে বিয়ে হয়েছিল তাঁদের। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে বাপের বাড়িতে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু অনেকদিন হয়ে গেলেও স্ত্রী ফিরে না আসায় তিনি নিজেই শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির লোকেরা তখন জানান, তাঁর স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়েছেন। তবে সেই কথা মানতে রাজি হননি যুবক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1905305104359850436?s=19
এরপর স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন যে, শ্বশুরবাড়ির লোকেরা টাকার বিনিময়ে তাঁর স্ত্রীকে এক ব্যক্তির সঙ্গে জোর করে কোথাও পাঠিয়ে দিয়েছেন। উপায় না দেখে পুলিশের দ্বারস্থ হয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবক। পাশাপাশি এও জানান, তাঁর শ্বশুর রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। তাই পুলিশ চাইলেও জোর খাটিয়ে তদন্ত প্রভাবিত করছেন তিনি।