লখনউ : ফের বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে প্রোমোটিংয়ের কবল থেকে রেহাই পায়নি তাজমহলের সংরক্ষিত এলাকাও! সেই এলাকায় গাছ কাটার অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।(Supreme Court)৪৫৪টি গাছ কাটার অপরাধে গাছ প্রতি এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউই এমন অপরাধের সাহস না দেখায়।
Read More: পাজামার দড়ি খুললেও তা ধর্ষণের চেষ্টা নয়! এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
সম্প্রতি সংরক্ষিত তাজ ট্রাপেজিয়াম জোনে গাছ কাটার ঘটনায় সুপ্রিম কোর্টে(Supreme Court)মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ গাছ কাটায় অভিযুক্ত পক্ষকে কড়া শাস্তির নির্দেশ দেয়। এই অভিযোগে সেন্ট্রাল এম্পাওয়ারড কমিটি তদন্ত চালিয়েছিল। গাছ প্রতি ১ লক্ষ টাকা জরিমানার সুপারিশ করেছিল তারাই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904905552205144399?s=19
সুপ্রিম কোর্টে জরিমানার অঙ্ক কমানোর আবেদন করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। সেই আবেদনে কান দেয়নি সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ৪৫৪ গাছ কাটা জঘন্য অপরাধ। যা বহু মানুষের হত্যার সমান, বা তার থেকেও বড় অপরাধ। এই বিপুল পরিমাণ গাছ আবার জন্মাতে অন্তত ১০০ বছর সময় লাগবে। সিইসি-র সুপারিশ অনুযায়ী শাস্তি বহাল রাখল আদালত। অভিযুক্তকে জরিমানা করার পাশাপাশি সংরক্ষিত এলাকার আশেপাশে নতুন করে গাছ লাগানোর অনুমতি দেয় শীর্ষ আদালত। এই জরিমানার টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে বন দফতরকে।