লন্ডন: অক্সফোর্ডের(Oxford )কেলগ কলেজে বাংলার মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবেন বৃহস্পতিবার। তবে তার আগে ইতিমধ্যেই তাঁর কাজের বিপুল পরিধি তুলে ধরে প্রচার শুরু অক্সফোর্ডে। ৯২৯ বছরের ঐতিহ্য বয়ে চলা বিশ্বের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড। সেখানেই এবার বহুমুখী প্রতিভার অধিকারী বাংলার নেত্রী তথা মুখ্যমন্ত্রী স্বমহিমায় বক্তৃতা দেবেন। বাম-অতিবাম-বিজেপির সমালোচনায় জল ঢেলে এবার অক্সফোর্ডের প্রাঙ্গণে শোনা যাবে বাংলার এই লড়াকু মেয়ের ধ্বনি।
Read More: ২ দিন আগেই ‘হাউসফুল’ কেলগ কলেজের প্রেক্ষাগৃহ! অক্সফোর্ডে মমতার ভাষণ ঘিরে চরমে উদ্দীপনা
পূর্ণ ও আংশিক সময়ের নিরিখে অক্সফোর্ডে(Oxford )এই মুহূর্তে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি কেলগ কলেজেই। সেই ‘কলেজ-হাব’-এ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শুরু হবে সমারোহ। আপ্যায়ন-পর্ব সেরে মূল আলোচনা শুরু সাড়ে পাঁচটায় ভারতীয় সময় যা রাত ১১টা। মঞ্চে বাংলার জনপ্রিয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিচি এবং এই কলেজেরই ‘ফেলো’ তথা বিশিষ্ট শিল্পোদ্যোগী লর্ড করণ বিলিমোরিয়া। ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ এর শিরোনামে আলোচনার মাধ্যমেই বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, অধ্যাপক মিচি ও করণ বিলিমোরিয়া অনেকটা সূত্রধারের মতো প্রসঙ্গের অবতারণা করবেন। আর সেই অনুষঙ্গেই নিজের অভিজ্ঞতা ও কর্মধারার মিশেলে মূল্যায়ন তুলে ধরবেন বাংলার মুখ্যমন্ত্রী। এক ঘণ্টার এই বক্তৃতা তথা আলোচনাপর্ব সাড়ে ছ’টায় শেষ হওয়ার পর মিনিট পনেরোর বিরতি। সূচি অনুযায়ী, এরপর স্থানীয় রীতি মেনে পানভোজন-পর্বেও মত বিনিময়ের অবকাশ থাকছে। পানাহার চলাকালীন খানিকটা ওপেন সেশনের ধাঁচে প্রশ্নোত্তরের অবকাশ থাকছে। যদিও এই বিষয়টি এখনও নির্ধারিত হয়নি বলেই খবর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904835998808498224?s=19
কন্যাশ্রী থেকে সবুজ সাথী। এবং অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নারীর ক্ষমতায়নে মুখ্যমন্ত্রীর এই সমস্ত পদক্ষেপ বিশ্বের দরবারে বহুল প্রশংসিত। শিশু থেকে বালিকা এবং নারীর সার্বিক ক্ষমতায়নের নিরিখে এই বিষয়গুলি তাঁর বক্তৃতার আগে অক্সফোর্ড অঙ্গনে টুকরো আলোচনায় উঠে আসছে মমতার পরিচিতিতে। ভারতের বরিষ্ঠ ও গুরুত্বপূর্ণ এই রাজনীতিবিদের বক্তৃতার যে বিজ্ঞপ্তি কলেজে দেওয়া হয়েছে, তার বয়ানে বলা হয়েছে-‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুচারু নেতৃত্বে সামাজিক ও আর্থিক উন্নয়নে সবিশেষ অগ্রগতি অর্জন করেছে বাংলা’।
অক্সফোর্ডের কেলগ কলেজ হাবে বৃহস্পতিবারের এই আলোচনা ও বক্তৃতা সভায় প্রবেশ রাখা হয়েছে অবাধ। রীতি অনুযায়ী অগ্রিম আসন সংরক্ষণ-পর্ব শুরু হয়ে গিয়েছে। সশরীরে হাজির হতে তো বটেই, অনলাইনে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনতেও বিপুল আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। কলেজের দেওয়া লিঙ্ক খুলে বক্তৃতা সভার ‘লাইভ স্ট্রিমিংয়ে’র সাক্ষীও হতে চলেছেন অনেকে।