নয়াদিল্লি: দিল্লিতে(New Delhi )সদ্য সিংহাসন দখল করেছে পদ্ম শিবির। এর মধতেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে জট পাকতে শুরু করেছে রাজধানীতে। সং্খ্যালঘুদের কোণঠাসা করতে শুরু করেছে বিজেপি। এবার নবরাত্রি এবং ইদ একই দিনে উদযাপন হতে পারে। তার আগেই নবরাত্রিতে দিল্লির সমস্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে বলে জানাল বিজেপি। গেরুয়া শিবিরের এই সিদ্ধান্তে দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তির সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের। বিরোধিতায় সরব ন্যাশানাল কনফারেন্স।
Read More: মমতার হাত ধরেই বাংলার ফুটবলে নতুন দিগন্ত, টেকনো ইন্ডিয়ার সঙ্গে মউ স্বাক্ষর ম্যাঞ্চেস্টার সিটির
দুই বিজেপি বিধায়কের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গেরুয়া শিবিরের বিধায়ক রবীন্দ্রন নেগী ও নীরজ বৈশ্য মঙ্গলবার দাবি করেন ৩০ এপ্রিল নবরাত্রি শুরু হচ্ছে। নবরাত্রি চলাকালীন রাজধানীর(New Delhi)সমস্ত মাংসের দোকান বন্ধ রাখা হোক। বিশেষ করে মন্দিরের পাশে যেসব দোকান রয়েছে। নাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে যুক্তি সাজান তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904895947190022390?s=19
জানা যাচ্ছে, তবে নেগীর এই দাবি এইবার প্রথম নয়। এর আগেও কাউন্সিলর থাকাকালীন তিনি নবরাত্রির দিন নিজের ওয়ার্ডের সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার জন্য কার্যত হুলিয়া জারি করেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
ইদ ও নবরাত্রি একই দিনে পালন হতে পারে। এর মধ্যে সেদিন মাংসের দোকান বন্ধ থাকলে মুসলিমরা সমস্যায় পড়বেন। এর ফলে সাম্প্রদায়িক সংঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর বিরোধিতা করেছে ন্যাশনাল কনফারেন্স। রাজ্যের প্রধান বিরোধী দল আম আদমি পার্টির তরফে মুখ খোলা না হলেও প্রতিবাদ করেছে এনসি। ন্যাশানাল কনফারেন্সের বিধায়ক তনবির সাদির এই সিদ্ধান্তের প্রতিবাদে জানান, রমজান মাস চলছে। ধর্মের নাম করে এই ধরনের দাবি কখনই গ্রহণযোগ্য নয়। জম্মু-কাশ্মীরে কোনও দোকান বা রেস্টুরেন্ট বন্ধ রাখা হবে না।