কলকাতা: বার্ধক্যভাতা(Old Age Allowance )না পেয়ে হয়রানির শিকার বৃদ্ধ। বছর ৭৭-এর বৃদ্ধের বিভিন্ন জায়গায় ছোটাছুটির পরেও গত কয়েকমাসে সুরাহা মেলেনি। অবশেষে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন। মুখ্যমন্ত্রীকে ফোন করে বার্ধক্যভাতার আবেদন করেছিলেন ওই বৃদ্ধ। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ। সেখানেই এবার বার্ধক্যভাতার খোঁজ নিতে হাজির হলেন নবান্নের কর্তৃপক্ষ।
Read More: বাংলায় লগ্নির আহ্বানে বিপুল সাড়া, বিলেতের বুকেও প্রশংসিত মমতার শিল্পনীতি
জানা যাচ্ছে, ৭৭ এর ওই বৃদ্ধ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বেনিয়া গ্রামের বাসিন্দা তারাপদ মাঝি। বহুদিন বার্ধক্যভাতা(Old Age Allowance)মিলছে না। সুরাহা মেলেনি কিছুতেই। মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করে বার্ধক্যভাতার আবেদন জানান তিনি৷ এরপরেই শারীরিক অসুস্থতার কারণে তিনি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। এবার বার্ধক্যভাতার খোঁজ নিতে নবান্ন থেকে লোক হাজির হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904827118279667872?s=19
এরপর নবান্ন থেকে হঠাৎ করেই হাসপাতালে লোক এসেছে শুনে শোরগোল পড়ে যায়। তারাপদ মাঝির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর কিছুটা হলেও বার্ধক্যভাতা পাওয়ার আশার আলো দেখছেন তারাপদ।
তারাপদ মাঝি জানান, ‘গত কয়েকমাসে বিভিন্ন জায়গায় গিয়েছি। কোথাও আমার বার্ধক্যভাতাটুকু হচ্ছিল না। আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবেদন জানাই। তারপর নবান্ন থেকে গতকাল লোকজন এসে আমার কাছে বিস্তারিত জানলেন’। আর তারপরে হাসপাতালের শয্যায় শুয়েই বার্ধক্যভাতা পাওয়ার আশার আলো দেখছেন তারাপদ। আগাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।