কলকাতা: রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। কিন্তু তার মধ্যেই বেশ কয়েকবার এই স্বাস্থ্যসাথী নিয়ে উঠেছে একাধিক অভিযোগ। অনেকক্ষেত্রেই শোনা গিয়েছে বেসরকারি হাসপাতালে এই কার্ডের আওতায় রোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রোগীদের চিকিৎসা করতে চাইছে না। কিন্তু এবার তা নিয়ে কড়াকড়ি রাজ্যের।(State Health Commission)
Read More: পূর্ব ভারতে সেরার স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ – উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী, নিজেই জানালেন সুখবর
রাজ্য স্বাস্থ্য কমিশনের(State Health Commission)নির্দেশ, কোনওভাবেই স্বাস্থ্য কমিশন ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা রোগীদের প্রত্যাখান করা যাবে না। বড় বেসরকারি হাসপাতালগুলিতে ও নার্সিংহোমে ১০ শতাংশ স্থাস্থ্যসাথীর জন্য সংরক্ষিত করা হোক। ক্ষেত্রে বিশেষে রোগীর পরিবার যদি হাসতাকালের বাইরে থেকে ওষুধ কিনতে চায় তাহলে তা ভেবে দেখতে হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904535230188503079?s=19
রাজ্যের ৪৭টি বড় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে সোমবার বৈঠকে বসে রাজ্য স্বাস্থ্য কমিশন। সেই বৈঠকে বহু বেসরকারি হাসপাতাল জানিয়েছে, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের খরচের সীমা বেঁধে দেওয়া উচিত। চিকিত্সার খরচ নিয়ে স্বাস্থ্য কমিশনের বক্তব্য় হল এনিয়ে উচ্চস্তরেও ভাবনাচিন্তা চলছে। পরীক্ষামূলক ভাবে ওষুধ, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সামগ্রী দামের পুনর্বিবেচনা করার আবেদন রাজ্য স্বাস্থ্য কমিশনের।
এদিনের বৈঠকে স্বাস্থ্য কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের টেস্টের যে দাম ধরা হয় তার মূল্য পুনর্বিবেচনা করা হোক। ওষুধের দাম ঠিক করা হোক। পাশাপাশি চিকিত্সা সামগ্রীর দামও ঠিক করা হোক।