প্রতিবেদন : এবছরের আইপিএল(IPL )অভিযানের শুরুটাও ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। আরও একবার হার দিয়ে টুর্নামেন্ট আরম্ভ করেছেন রোহিত শর্মারা। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। পরবর্তী ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচের পাঁচ দিন আগেই গুজরাত পৌঁছে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা। আগে ঠিক ছিল, চেন্নাই থেকে মুম্বই হয়ে গুজরাতে যাবেন হার্দিকেরা। কিন্তু চেন্নাইয়ের কাছে হারের পর সেই পরিকল্পনায় বদল হয়েছে। সোমবারই দল গুজরাতের জামনগরে পৌঁছে গিয়েছে। সেখানে দলের মালিক মুকেশ আম্বানিদের পৈতৃক বাড়ি রয়েছে। সেখানেই থাকবে পুরো দল।
Read More: বাংলাকে বাদ দিয়ে তিস্তা-ফরাক্কা জলচুক্তি নয়, মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে রাজ্যসভায় সরব ঋতব্রত
সূত্র জানিয়েছে, গুজরাতের বিরুদ্ধে নামার আগে মুম্বইয়ের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে আরও ভাল বোঝাপড়া করতে চাইছেন। সেই সংক্রান্ত বিভিন্ন কাজ চলবে। এ বার দলে অনেক নতুন ক্রিকেটার রয়েছেন। ম্যানেজমেন্ট চাইছে, দ্রুত দলের পরিবেশ আত্মস্থ করুন তাঁরা। শনিবার গুজরাতের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই। তার পাঁচ দিন আগে গুজরাতে গিয়ে প্রস্তুতি সেরে রাখতে চাইছেন ক্রিকেটাররা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904567600845357435?s=19
প্রসঙ্গত, নির্বাসনের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি দলের অধিনায়ক হার্দিক। স্বাভাবিকভাবেই দলের ভারসাম্যে সমস্যা হয়েছিল। গুজরাতের বিরুদ্ধে ফিরবেন হার্দিক। গুজরাত তাঁর পুরনো দল। এই দলকেই ২০২২ সালে চ্যাম্পিয়ন(IPL )করেছিলেন তিনি। তবে হার্দিক ফিরলেও জসপ্রীত বুমরাহ দলে ফিরতে দেরি হবে।পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও কয়েক দিন সময় লাগবে তাঁর। ফলত পেস-আক্রমণের গুরুদায়িত্ব সামলাতে হবে দীপক চাহর, ট্রেন্ট বোল্টদের। নজর থাকবে রোহিত শর্মার উপরেও। প্রথম ম্যাচে কোনও রান না করেই আউট হয়েছেন তিনি। গুজরাতের বিরুদ্ধে রানে ফিরতে চাইবেন ‘হিটম্যান’।