লন্ডন : মঙ্গলবার লন্ডনে বাণিজ্য সম্মেলনে(Business Summit)যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উঠে আসবে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠকের মূল লক্ষ্য, ব্রিটেনে বাংলার পণ্যের বাজার বৃদ্ধি ও বাংলার জন্য লগ্নি আনা। এর ফলেই আরও সুদৃঢ় হয়ে উঠবে লগ্নিতে ব্রিটেন-বাংলার সম্পর্ক। এই বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং বাংলার বণিক মহলের প্রতিনিধিদের মতোই প্রস্তুত ব্রিটেনের শিল্পপতিরাও। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক সংস্থা বাংলায় লগ্নিতে ইচ্ছাপ্রকাশ করেছে। বিলেত থেকে প্রতিনিধিদল বাংলায় আসবে আগামী চারমাসের মধ্যেই।
Read More: লন্ডনে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মমতার, উঠে আসবে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়
গত রবিবার ভারতীয় সময় অনুযায়ী দুপুরে লন্ডন পৌঁছেছেন মমতা। মঙ্গলবার ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক(Business Summit)করবেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের অন্যতম অংশীদার ব্রিটেন। গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত বিজিবিএসে বাংলায় বিনিয়োগে ইচ্ছাপ্রকাশ করেছিলেন ব্রিটেনের শিল্পপতিরা। সেই সুবাদে এদিনের বৈঠকেও থাকছেন তাঁরা। লগ্নি প্রস্তাব কার্যত বাস্তবায়নের পথে। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, এদিনের বৈঠকে এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) থেকে বস্ত্রশিল্প, হস্তশিল্প, পর্যটনশিল্পে লগ্নি আনা। তিনি চাইছেন লন্ডনের বুকে বিশ্ববাংলার স্টল। এতে বাংলায় যাঁরা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের বিক্রির বাজার বাড়বে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখাসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পান্ডে-সহ অন্যান্য বিশিষ্টজন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904476030238351680?s=19
উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, তারা বাংলায় বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছে। এদিনের বৈঠক বাংলার জন্য লগ্নির জোয়ার আনবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী। একইভাবে এরাজ্যে বিনিয়োগ করতে প্রস্তুত ব্রিটেনের শিল্পপতিরাও। বাংলায় বিনিয়োগ টানার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্পেন এবং দুবাই সফরে গিয়েছিলেন মমতা। মাদ্রিদ, বার্সেলোনা, দুবাইয়ের শিল্পবৈঠক করেন তিনি। মাস দেড়েক অর্থাৎ ফেব্রুয়ারিতে লগ্নি আনতে কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল বিজিবিএস (বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন)। তাতে ব্রিটেনের শিল্পপতিরাও অংশ নিয়েছিলেন।