লন্ডন : বর্তমানে লন্ডনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর সফরের তৃতীয় দিন। এদিন শিল্পপতিদের(Industralist )সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। লন্ডনের স্থানীয় সময় দুপুর ২ টোয় (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) সেন্ট জেমস কোর্ট হোটেলে ১ নম্বর এডওয়ার্ডিয়ান হলে বসবে এই শিল্প সম্মেলন। বাকিংহাম প্যালেসের অনতিদূরে এই হোটেলেই রয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগেও লন্ডন সফরের সময়ে সেন্ট জেমস কোর্টে ছিলেন তিনি। এদিনের বৈঠকের উদ্যোক্তা ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, ফিকি এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম।
Read More: ‘ভগবানের সঙ্গে দেখা হয়ে গিয়েছে, আর কী চাই!’, জামিন পেয়ে জানালেন বিরাট-ভক্ত ঋতুপর্ণ
মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে এ রাজ্যের বিশিষ্ট একাধিক শিল্পপতি(Industrialist )লন্ডনে পৌঁছে গিয়েছেন। উমেশ চৌধুরী, সঞ্জয় বুধিয়া, সত্যম রায়চৌধুরী-সহ একাধিক শিল্পপতি উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে। তবে আইপিএলের কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় এই বৈঠকে আজ থাকবেন না। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের দিন উপস্থিত থাকবেন তিনি। সোমবার ভারতীয় দূতাবাসে মুখ্যমন্ত্রীর সম্মানে আয়োজিত চা চক্রতে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে কেন রাজ্য উৎকৃষ্টতম জায়গা, তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এমনকী বক্তব্য রাখতে গিয়ে একসময় মুখ্যমন্ত্রী, মহিলা শিল্প উদ্যোগী নিয়ে কেন্দ্রের সমীক্ষায় রাজ্য যে শিরোপা পেয়েছে, সে কথাও তুলে ধরেন। উঠে আসে দেউচা পাঁচামির কয়লা খনি, কলকাতায় এআই হাব, সিলিকন ভ্যালি তৈরির প্রসঙ্গ-সহ একাধিক বিষয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904473685903425652?s=19
পাশাপাশি, গত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী সিনার্জি কমিটি তৈরি করেছিলেন যাতে কোন কাজে বিলম্ব না হয়, সে কথাও উল্লেখ করেন মমতা। বলেন, “কর্মসংস্থানের সেরা ঠিকানা হল বাংলা। ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি সব জায়গাতেই এগিয়ে আমাদের রাজ্য। তাই শিল্প স্থাপনের সবথেকে সেরা জায়গা হল বাংলা।” মঙ্গলবার লন্ডনে শিল্পপতিদের সঙ্গে লগ্নি বিষয়ক বৈঠকের আগে সোমবার ভারতীয় হাই কমিশনে বাংলার অগ্রগতি নিয়ে তিনি বিশদে আলোচনা করেছেন। আগামীদিনে চাকরির সেরা ঠিকানা যে কলকাতা, তা তাঁর বক্তব্যে ফুটিয়ে তোলেন। “খড়গপুর আইআইটির মতো পড়ার জায়গা আমাদের বাংলাতেও আছে। এছাড়াও নিউটাউনে আইআইটি হাব তৈরি হচ্ছে এবং ভারতের মধ্যে সবথেকে বেশি লগ্নির সম্ভাবনা এই বাংলাতেই আছে, জানান মুখ্যমন্ত্রী।