কলকাতা : মুকুটে যোগ হল নতুন পালক। পূর্ব ভারতের শ্রেষ্ঠ চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ। (Kolkata Medical College)ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে উক্ত সম্মানে ভূষিত করেছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। মেডিক্যাল কলেজের পরেই স্থান পেয়েছে এসএসকেএম হাসপাতাল বা পিজি।
সোমবার লন্ডন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সুসংবাদ জানান। সেইসঙ্গে আরও একটি সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলেই তিনি লিখেছেন, “১০০ দিনে যক্ষ্মামুক্ত ভারত অভিযান প্রকল্পে বাংলা দেশের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। যা অত্যন্ত গর্বের।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সাফল্যের বার্তা পোস্ট করে মমতা জানান, “যক্ষ্মামুক্তির জন্য রাজ্যের স্বাস্থ্যকর্মী-সহ এর সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই বাংলা নিরলসভাবে এই কাজ করে চলেছে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1904523751229997548?s=19
পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথায়, “ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে(Kolkata Medical College)পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে, তা জেনে আমি খুবই খুশি। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি সবসময় বিশ্বাস করি যে, বাংলায় দেশের অন্যতম সেরা স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে, যা সবার জন্য একটি মডেল। এই স্বীকৃতি শুধুমাত্র আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি আমার বিশ্বাসকে পুনর্ব্যক্ত করে। জয় বাংলা!”
প্রসঙ্গত, দেশের মধ্যে ৮০টি মেডিক্যাল কলেজকে আইসিএমআর সাহায্য করে থাকে। ২০ ও ২১ মার্চ মেডিক্যাল কলেজগুলিকে নিয়ে মিটিং ছিল দিল্লিতে। সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয়, পূর্ব ভারতের সেরা কলকাতা মেডিক্যাল কলেজ। গত বছর গবেষণার কাজের জন্য মূলত এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সেগুলি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কতজন চিকিৎসক অংশগ্রহণ করেছেন এই বিষয়গুলি বিবেচনা করেই কলকাতা মেডিক্যাল কলেজকে সেরার সম্মানে ভূষিত করা হয়েছে।