কলকাতা: রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় বহু মানুষ উপকৃত হয়েছেন। বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা করে সুস্থ হয়েছেন সাধারণ মানুষ। এবার স্বাস্থ্যসাথী নিয়েই তথ্য চাইল স্বাস্থ্য কমিশন। জানা গিয়েছে, বিগত ৩ বছরে বেসরকারি হাসপাতালে কত রোগীর চিকিৎসা হয়েছে? এবার সেই রিপোর্টই চাইল স্বাস্থ্য কমিশন। (Health Commission)
Read More: ২৭ মার্চ অক্সফোর্ডের কলেজে বক্তৃতা মুখ্যমন্ত্রীর, গর্বিত বাংলার ছাত্রছাত্রীরা
স্বাস্থ্যসাথী সংক্রান্ত তথ্য তলব করে নয়া সিদ্ধান্তের ঘোষণা স্বাস্থ্য কমিশনের।(Health Commission)বেসরকারি হাসপাতালে কত রোগীর চিকিৎসা এই কার্ডের আওতায় হয়েছে তা জানতে চেয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে। যারা সর্বোচ্চ পরিষেবা দিয়েছে তাদের পুরস্কৃত করবে কমিশন। জানা যাচ্ছে, সোমবারের বৈঠকে বেসরকারি হাসপাতালগুলোকে সরকারি হেলথ স্কিমের জন্য ১০ শতাংশ শয্যা বরাদ্দ করার নির্দেশও দেওয়া হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904468389281894684?s=19
সোমবার রাজ্যের ৪৭ টি বড় বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম কর্তৃপক্ষ একটি বৈঠকে যোগ দেয়। এদিনের বৈঠকে স্বাস্থ্য কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে, গত ৩ বছরে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীতে কত রোগী পরিষেবা পেয়েছেন। রাজ্য সরকারের অন্য হেলথ স্কিমে কত রোগী চিকিৎসা পেয়েছেন? মোট বেড কত? সেই সময় স্বাস্থ্যসাথী ছাড়া অন্য বেডে কতজন ভর্তি ছিলেন? বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কাছে যাবতীয় তথ্য চাইল রাজ্য স্বাস্থ্য কমিশন।
পাশাপাশি জানানো হয়েছে, স্বাস্থ্যসাথীতে গত তিন বছরে যে বেসরকারি হাসপাতাল সবথেকে বেশি পরিষেবা দিয়েছে তাঁদের পুরস্কৃত করবে কমিশন। তবে প্রতি বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ করতেই হবে ১০ শতাংশ বেড, স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছে কমিশন।