কলকাতা: কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার জানা যাচ্ছে, কেন্দ্রের বরাদ্দ অর্থের ঘাটতির জন্য বাংলার মানুষের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে গিয়ে ভুগতে হচ্ছে রাজ্য সরকারকে। রাজ্যের লক্ষ্য জল জীবন মিশন।(Jol Jibon Mission)কিন্তু কেন্দ্রের বরাদ্দ যদি না মেলে তবে ২০২৫ এর মধ্যে এই মিশন সফল করা কঠিন হয়ে পড়বে৷ তবে কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য নিজেই এই প্রকল্পের বাস্তবায়নে অতিরিক্ত অর্থ ব্যয় করে জল জীবন মিশনের কাজ শেষ করছে। এমনই জানাচ্ছে নবান্ন।
Read More: শীঘ্রই চালু হোক লন্ডন-কলকাতা সরাসরি উড়ান, ভারতীয় হাইকমিশনারের কাছে আর্জি মমতার
জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্হ এই প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় শেয়ারের বাজেটে ধরা ৫,০৪৯.৯৮ কোটি টাকার মধ্যে বরাদ্দ হয়েছে মাত্র ২,৫২৪.৯৯ কোটি টাকা। অর্থাৎ, মাত্র অর্ধেক টাকা বরাদ্দ করেই দায় সেরেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার তার শেয়ারের বাজেট হিসাবে ধরেছিল ৪,৯৯০.৫২ কোটি টাকা।(Jol Jibon Mission)যার মধ্যে এখনও পর্যন্ত বরাদ্দ করেছে ৩,৭৫৭.৪৫ কোটি টাকা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904453004717359458?s=19
দফতর সূত্রে খবর, এমন অবস্থায় রাজ্য কেন্দ্রীয় শেয়ারের বাইরে অতিরিক্ত ১,২৯১.৩৮ কোটি টাকা এখনও পর্যন্ত বরাদ্দ করেছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় অর্থ না মেলায় রাজ্যের জন জীবন মিশনের কাজ থামতে বসেছে। কিন্তু তাতে হার মানবে না মমতার সরকার। কেন্দ্র বরাদ্দ দিক বা না দিক এই প্রকল্পকে বাস্তবায়নের জন্য রাজ্য নিজের ভাঁড়ার থেকেই অর্থ দিয়ে কাজ এগোচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে গ্রামের ঘরে ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে এই প্রকল্প গৃহীত হয়। ২০২০ সালের মাঝামাঝি সময়ে বাংলায় এই প্রকল্প চালু হয়। ২০২১ সাল থেকে প্রকল্পের কাজ গতি পায় রাজ্যে। নিয়ম অনুযায়ী, জল জীবন মিশন প্রকল্পে মোট খরচের ৬০ ভাগ দেওয়ার কথা কেন্দ্রের এবং বাকি ৪০ ভাগ অর্থ রাজ্যের দায়িত্বে।