নয়াদিল্লি: সাম্প্রতিক অতীতে বিচারব্যবস্থার নিরপেক্ষতা প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে। এবার ফের একই সুরে সরব হলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাই কোর্টের(Delhi High Court)বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে গুচ্ছ গুচ্ছ পোড়া নোট উদ্ধার হওয়ার পর তিনি কটাক্ষের সুরে জানালেন, “মানুষই দেখুক, বিচারব্যবস্থার কী করুণ দশা!”
হোলির দিন বিচারপতি যশবন্ত শর্মার বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা তাঁর বাড়িতে প্রচুর নগদ টাকার সন্ধান পান। খোদ কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত নগদ কেন? কোথা থেকে এল এত টাকা? ওঠে প্রশ্ন বিচারপতি বা তাঁর বাড়ির কোনও সদস্য অবশ্য এর সদুত্তর দিতে পারেননি। বিচারপতির বিরুদ্ধে তদন্তও শুরু হয়। বিচারপতি যশবন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন দিল্লি হাই কোর্টের (Delhi High Court)প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়।

উক্ত রিপোর্ট আপলোড করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে। সেখানে দেখা গিয়েছে, পোড়া নোটের স্তূপ রয়েছে বিচারপতি যশবন্তের বাসভবনে। জানা গিয়েছে, বিচারপতি যশবন্তের বাংলোর গুদামে বোঝাই ছিল বিপুল নোটের তাড়া। আগুন লাগার পর সেগুলি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904154888411750879?s=19
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত টাকা কেন? প্রশ্ন ওঠে আইনজীবী মহলেও। বিরোধী শিবিরের কেউ কেউ বিচারপতির সঙ্গে বিজেপির যোগসূত্র খুঁজে পেয়েছেন। সোমবার সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে অভিষেক বলেন, “মানুষ দেখুক কী অবস্থা। যাঁদের উপর বিচারব্যবস্থার ভার, তাঁদের বাড়িতেই কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার। বিচারব্যবস্থার কী করুণ দশা!” যদিও অভিযুক্ত ওই বিচারপতির দাবি, পুরোটাই নাকি তাঁর বিরুদ্ধে চক্রান্ত।