কলকাতা: আসন্ন ছাব্বিশের নির্বাচন।(Assembly Election 2026)রণকৌশল সাজাতে গিয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ছে বিজেপি। গেরুয়া শিবিরের অন্দরের দ্বন্দ্ব কোনো নতুন কিছু নয়। এবার নবীন প্রবীণদের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আনল দক্ষিণ কলকাতার ঘটনায়। দলীয় কর্মীদের হাতে নিগৃহীত দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এবার তা নিয়েই সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।
Read More: মোদীরাজ্যে বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা – বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির শিকার যাত্রীরা
রবিবার ঠাকুরপুকুরের আনন্দনগর বাজার এলাকায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ছিল। সেখানে দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের সংবর্ধনা দেওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছে, ওই অনুষ্ঠান চলাকালীন অন্য শিবিরের একদল বিজেপি কর্মী-সমর্থক হাজির হয় সেখানে। কেন দীর্ঘদিনের কর্মীদের সক্রিয় সদস্যপদ দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন তোলেন তাঁরা। তা নিয়ে শুরু হয় কথা কাটাকাটি।

এরপরেই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়৷ কথা কাটাকাটি থেকে চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত গড়ায়। এরপরেই জেলা বিজেপি সভাপতির অনুগামীর গায়ে কালি ছোড়া হয়। এমনই অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করা হয় দক্ষিণ কলকাতার জেলা বিজেপি সভাপতির পক্ষ থেকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904124925281198080?s=19
অন্দরের দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি। এর মধ্যেই এই ঘটনা দলের অবস্থা নিয়ে একাধিক প্রশ্নকে উসকে দিয়েছে। এর মধ্যেই দলীয় কর্মীদের একাংশে দাবি করেছে, টাকা কিংবা অন্যান্য দামি সামগ্রীর বিনিময়ে পদ পাইয়ে দেন জেলা সভাপতি। বেশ কয়েকদিন আগে এই নিয়ে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। রবিবারের এই ঘটনার পরে বোঝাই যাচ্ছে নির্বাচনের (Assembly Election 2026)আগে বিজেপির অন্দিরের কোন্দল পদ্ম শিবিরকে যথেষ্ট ভাবাচ্ছে। স্পষ্টতই, আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলেও যে এই দলীয় কোন্দল যথেষ্ট প্রভাব ফেলবে তা বলা বাহুল্য।