লন্ডন : ইতিমধ্যেই লন্ডন পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কেলগ কলেজে বক্তব্য রাখবেন তিনি। পাশাপাশি তাঁর এই সফরে রয়েছে আরও একাধিক কর্মসূচি। সোমবার ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে তাদের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
Read More: বেহাল দেশের অর্থনীতি, অথচ বিদেশ ভ্রমণে মোদীর খরচ ২৫৮ কোটি টাকা!
মেঘলা লন্ডনে পা রেখেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন মমতা।(Mamata Banerjee)মূল লক্ষ্য বাংলার উন্নয়ন, বাংলায় বিনিয়োগ। চলতি বছরে সফলতম শিল্প সম্মেলন করার পর এই প্রথম বিদেশ সফর। বাংলার বিনিয়োগ মানচিত্রে নতুন পালক যোগ করতে উৎসাহী মমতা। সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানের পরের দিন, ২৫ মার্চ ব্রিটিশ বণিকসভার সঙ্গে শিল্পপতিদের নিয়ে লগ্নি বৈঠক করবেন তিনি। ২৬ তারিখ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আর ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। ২৮ তারিখ রওনা হয়ে ২৯ মার্চ ফিরবেন কলকাতায়।

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও রয়েছেন ডব্লুবিটিসি-এর অফিসাররা। পাশাপাশি শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তাঁর সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903515472697667997?s=19
রবিবার লন্ডন পৌঁছে মুখ্যমন্ত্রী চলে যান বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেল। আগামী কয়েকদিন এটিই তাঁর ঠিকানা। আগেও যখন লন্ডন এসেছেন, এখানেই থেকেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন বাকিংহ্যাম প্যালেসের আমন্ত্রণে। পরে আরও একবার ভগিনী নিবেদিতার স্মৃতিবিজড়িত বাড়িতে ব্লু প্লাগ লাগানোর অনুষ্ঠানে। মাঝে অবশ্য লন্ডন স্কুল অফ ইকনমিক্স-সহ আরও কিছু সংস্থার আমন্ত্রণ ছিল। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী।
লন্ডনে পৌঁছে মুখ্যমন্ত্রী দফায় দফায় ডেকে নেন তাঁর সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, প্রিন্সিপাল সচিব গৌতম সান্যালদের। ফাইল ধরে ধরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। শীর্ষ আধিকারিকদের সঙ্গে চলে প্রস্তুতি বৈঠক। আগামী তিন-চার দিনের একাধিক কর্মসূচিতে বাংলাকে তুলে ধরাই প্রধান কাজ তাঁর।
শনিবার কলকাতা থেকে রাত ৮.২০-র বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মাঝরাতে দুবাই পৌঁছন। সেখান থেকেই লন্ডনের বিমান ধরেন। দুবাইয়ে বিমানে ওঠার পর তাঁর সম্মানে একটি বিশাল কেক উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। যাত্রীদের মধ্যেও বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে যথেষ্ট ঔৎসুক্য ছিল। এই লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছে একটি শিল্পপ্রতিনিধি দল। সাংবাদিক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। মুখ্যমন্ত্রীর কথা শুনতে রীতিমতো মুখিয়ে আছেন সেদেশের প্রবাসী ভারতীয়, বিশেষত প্রবাসী বাঙালিরা।