মুম্বই: মোদী জমানায় কমেডিয়ানদের হাজতবাস নতুন কিছু ব্যাপার নয়। সম্প্রতি মাস্কের সংস্থা ‘এক্স’ও মোদী সরকারের বিরুদ্ধে অনলাইন কন্টেন্টে স্বেচ্ছাচারী সেন্সরশিপের অভিযোগ এনেছে। এবার বাকস্বাধীনতা চেয়ে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মুম্বই কমেডি ক্লাব।(Mumbai Comedy Club)রবিবার কমেডিয়ান কুণাল কামরা একটি ভিডিওকে কেন্দ্র করে সমস্যা তৈরি হতেই বিজেপি জোট শাসিত মহারাষ্ট্রে ভাঙচুর শুরু হয়। এরপরেই এই সিদ্ধান্ত মুম্বই কমেডি ক্লাবের।
Read More: পদ্ম শিবিরের অনুষ্ঠানে চেয়ার-কালি ছোড়াছুড়ি! দলীয় কোন্দলের জেরে অস্বস্তিতে বঙ্গ বিজেপি
ইনস্টাগ্রামে ‘হ্যাবিট্যাট’-এর তরফে একটি বিবৃতি জারি করা বলা হয়েছে, “আমরা স্তম্ভিত। উদ্বিগ্ন। যেভাবে আমাদের(Mumbai Comedy Club)নিশানা করা হচ্ছে, তাতে ভগ্নপ্রায় অবস্থা। একজন শিল্পী তাঁর দৃষ্টিভঙ্গি অনুযায়ী অনুষ্ঠান পরিবেশনা করেন। কিন্তু এহেন ঘটনায় মনে হচ্ছে শিল্পীর দৃষ্টিভঙ্গি মূল্যহীন। আমরা আলোচনা চাই। তাণ্ডব নয়। আমরা ঘৃণা কিংবা কারও ক্ষতির বিরুদ্ধে। হিংসা আমাদের সংস্কৃতিকে কলুষিত করে।” পাশাপাশি কমেডিয়ান কুণাল কামরার ঘটনার পরেই প্রতিবাদে সরব হয়েছেন অন্যান্য ইউটিউবাররাও৷

আবার অন্যদিকে, এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন কুণাল কামরা। ওই পোস্টে দেখা গিয়েছে কুণালের হাতে একটি ছোট সংবিধান। ছবির ক্যাপশনে লেখা, ‘দ্য ওনলি ওয়ে ফরওয়ার্ড’ অর্থাৎ যার বাংলায় অর্থ, “সামনে এগনোর একমাত্র পথ।” অনেকেই মনে করছেন, এভাবেই তিনি সমালোচকদের বার্তা দিয়েছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904127415393136932?s=19
প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে নিজের চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় কুণাল কামরাকে। সেখানে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে কটাক্ষ করেন। এমনকী গান বেঁধে তাঁকে ‘গদ্দার’ বলতেও ছাড়েননি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা ব্যাপক ভাঙচুর চালায়। এমনকী যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালানো হয়। কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁকে দেশছাড়া করার হুঁশিয়ারিও দেওয়া হয়।