প্রতিবেদন : বর্ণবিদ্বেষী মন্তব্য(Racism )করার অভিযোগ উঠল প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহের বিরুদ্ধে। যা ঘিরে ক্রিকেটমহলে উঠেছে বিতর্কের ঝড়। রবিবার রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন ধারাভাষ্যের সময় তিনি রাজস্থানের ইংরেজ পেসার জোফ্রা আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ উঠেছে।
Read More: একনাথ শিণ্ডেকে নিয়ে কৌতুক! দেশছাড়া করার হুমকি দিয়ে কন্ঠরোধের চেষ্টা কমেডিয়ান কুণাল কামরার
এদিন হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬ রান দেন আর্চার। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির গড়লেন ইংরেজ পেসার। তার মধ্যে প্রথম ওভারেই ২৩ রান দেন। তাঁর বোলিংয়ের সময় ধারাভাষ্যের দায়িত্বে থাকা হরভজন মন্তব্য করেন, “লন্ডনে কালো ট্যাক্সির মিটার খুব তাড়াতাড়ি ছোটে। আর এখানে আর্চার সাহেবের মিটারও তাড়াতাড়ি ছুটছে।”

উক্ত মন্তব্যের কারণে নেটিজেনদের নিন্দার মুখে পড়েছেন হরভজন। অনেকে হরভজনকে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়ারও দাবি করছেন। তবে এই বিষয়ে কিছু জানানো হয়নি হরভজনের তরফে। প্রসঙ্গত, নিজের ক্রিকেট কেরিয়ারেও বর্ণবিদ্বেষী মন্তব্যের(Racism )অভিযোগ উঠেছিল হরভজনের বিরুদ্ধে। এবার ধারাভাষ্যের সময় উঠল সেই একই অভিযোগ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904111525180346806?s=19