প্রতিবেদন : সোমবার আইপিএলে(Indian Premier League)তাদের প্রথম ম্যাচে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে দিল্লির উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল খেলবেন কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।
Read More: ৫টি ট্রেন ছাড়তে দেরি, ফের পদিপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি নয়াদিল্লি স্টেশনে
রবিবার সাংবাদিক সম্মেলনে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর বলেছেন, “দলে যোগ দিয়েছে রাহুল। ওর কিছু ব্যক্তিগত সমস্যা আছে। তাই, ওর খেলার ব্যাপারে এখনও কিছু জানি না। রাহুল ফিরলে আমরা তাকে জিজ্ঞাসা করব। ওর শারীরিক ও মানসিকভাবে কেমন আছে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই জানা যাবে রাহুল খেলবে কিনা। তবে আপাতত কিছু জানি না।” আইপিএলে(Indian Premier League)মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। মুখোমুখি সাক্ষাতে দিল্লি জিতেছে ২ বার। ৩ বার জিতেছে লখনউ।

গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন রাহুল। অধিনায়কত্বও সামলেছিলেন। কিন্তু দল ব্যর্থ হয়। একটি ম্যাচে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁর বাদানুবাদের স্মৃতি এখনও তাজা ক্রিকেটমহলে। শুরু হয়েছিল বিতর্কের ঝড়। তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সঞ্জীব।উল্লেখ্য, এবারের মেগা নিলামে রাহুলকে ১৪ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শীঘ্রই বাবা হতে চলেছেন রাহুল। তাঁর স্ত্রী অভিনেত্রী আথিয়া শেট্টি অন্তঃসত্ত্বা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904116168111337973?s=19