কলকাতা : অতিসম্প্রতিই রফতানির শুল্ক(Export Duty)প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এবার রাজ্যে বাড়তে পারে পেঁয়াজের দাম। অথচ বাংলায় এবার রেকর্ড পরিমাণ (৭ লক্ষ টন) পেঁয়াজ উৎপাদন হয়েছে। সরকারি সহায়তায় রাজ্যজুড়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
Read More: বৃহস্পতিবার অক্সফোর্ডে ভাষণ মমতার, ‘দিদি’র বক্তব্য শুনতে লন্ডন পাড়ি দিচ্ছেন সৌরভ
ভারত থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ রফতানি হয় বাংলাদেশে। এতদিন সেখানে পেঁয়াজ যেত মূলত মহারাষ্ট থেকে। কিন্তু রাজ্যে এবার প্রচুর পরিমাণে পেঁয়াজ মজুত হওয়ায় বাংলায় উৎপন্ন পেঁয়াজই বাংলাদেশে রফতানির সম্ভাবনা বেশি। মহারাষ্ট্রের চেয়ে অনেক কম খরচেই পেঁয়াজ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। কারণ পরিবহণ খরচ তাতে অনেকটাই কম পড়বে। রাজ্য সরকারের খাদ্যসামগ্রী সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য কমল দে মনে করেন, কেন্দ্রীয় সরকার পেঁয়াজের উপর রফতানি শুল্ক তুলে নেওয়ায় আগামী দিনে রাজ্যের বাজারে বেড়ে যেতে পারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম।

সূত্র জানাচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ১৪০০ পেঁয়াজ সংরক্ষণের পরিকাঠামো তৈরি হয়েছে। সেখানে ৫ লক্ষ টনের মতো পেঁয়াজ রাখা যাবে। সরাসরি সরকারি উদ্যোগে ৯০০-র কিছু বেশি ছোট ও বড় মাপের পেঁয়াজ সংরক্ষণের পরিকঠামো প্রস্তুত। সরকারি আর্থিক ভর্তুকিতে (Export Duty)অথবা পুরো নিজস্ব উদ্যোগেও তৈরি হয়েছে বহু পেঁয়াজ সংরক্ষণাগার। সংরক্ষণাগারগুলি আগামী মার্চ মাসের মধ্যেই চালু করতে চাইছে রাজ্য।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904186197196611705?s=19