প্রতিবেদন : এবার মহিলা ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।(BCCI )গত বছর মহিলা দলের কেন্দ্রীয় চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এবছর মোট ১৬ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় রেখেছে বিসিসিআই।
Read More: রফতানি শুল্ক প্রত্যাহার কেন্দ্রের, পেঁয়াজের দাম বাড়তে পারে বাংলায়
দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং অলরাউন্ডার দীপ্তি শর্মা রয়েছেন গ্রেড এ-তে। গতবারেও তাঁরা গ্রেড এ-তেই ছিলেন। রেণুকা ঠাকুর, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ এবং শেফালি বর্মাকে রাখা হয়েছে গ্রেড বি-তে। গ্রেড সি-তে রয়েছেন যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা এবং পূজা বস্ত্রকার। এঁদের মধ্যে শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর এবং উমা ছেত্রীরা নতুন। প্রথমবারের জন্য বোর্ডের(BCCI )কেন্দ্রীয় চুক্তিতে শামিল হয়েছেন তাঁরা।

এবছর চুক্তি হারিয়েছেন হারলিন দেওল, মেঘনা সিং, দেবিকা বৈদ্য, সাবিনেনি মেঘনা, অঞ্জলি সারভানি। হারলিন সম্প্রতি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর প্রথম ওডিআই সেঞ্চুরি করেছেন। তাই তাঁর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904188654425362505?s=19
কিছুদিন পরেই শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে। দক্ষিণ আফ্রিকাও এই সিরিজে অংশ নিতে চলেছে। এপ্রিল থেকে মে-র মধ্যে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্টের সমস্ত ম্যাচ হবে কলম্বোয়। সেপ্টেম্বরে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ভাইজাগ, পাঞ্জাব, মুলানপুর, ইন্দোর, ত্রিবান্দ্রম এবং গুয়াহাটি রয়েছে টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যুগুলির মধ্যে।
নতুন চুক্তি অনুযায়ী কারা কোন গ্রেডে রয়েছেন, জেনে নিন এক নজরে।
গ্রেড এ: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা।
গ্রেড বি: রেণুকা ঠাকুর, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, শেফালি ভার্মা।
গ্রেড সি: যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা, পূজা বস্ত্রকার।
প্রসঙ্গত, গ্রেড এ-তে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ৫০ লক্ষ। গ্রেড বি-র ৩০ লক্ষ। গ্রেড সি-তে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লক্ষ টাকা।