কলকাতা: রাজ্যের ‘বাংলার বাড়ি’ (Banglar Bari)প্রকল্পের আওতায় উপকৃত হয়েছেন পঞ্চায়েত এলাকার মানুষজন। এবার এই প্রকল্পের আওতায় শহরের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের মাথার উপর ছাদ দেওয়ার জন্য নয়া সিদ্ধান্ত নবান্নের৷ পঞ্চায়েত এলাকার পর এ বার পুরসভা এলাকাগুলিতেও বস্তিবাসীদের জন্য পাকা বাড়ি নির্মাণের পরিকল্পনা করছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের মাধ্যমে প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।
Read More:সোমবার থেকেই শুরু কর্মসূচি, লন্ডনে পৌঁছেই প্রস্তুতিতে মগ্ন মমতা
পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামী পাঁচ বছরে শুধুমাত্র পুরসভা এলাকাগুলিতে ২ লক্ষ ১০ হাজার পাকা বাড়ি নির্মাণের(Banglar Bari)লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহুরে বস্তিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করাই সরকারের মূল উদ্দেশ্য।

নবান্নের পরিকল্পনা অনুসারে জানা যাচ্ছে, দ্রুত গতিতে প্রকল্পটির বাস্তবায়ন করা হবে, যাতে শহরাঞ্চলের বস্তিবাসীদের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করা যায়। তবে আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এই কাজ হবে বলে জানিয়েছে নবান্নের একটি সূত্র। যদিও প্রকল্প রূপায়ণে কেন্দ্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে, তবে রাজ্য সরকার নিজস্ব অর্থে উদ্যোগ শুরু করতে প্রস্তুত।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904088528398741869?s=19
নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বাড়ি নির্মাণে আনুমানিক ১ লক্ষ ৯৩ হাজার টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতিটি বাড়ির জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ করে। তবে বর্তমানে রাজ্য সরকারের দাবি, কেন্দ্রের কাছে তাদের বকেয়ার পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা, যা এখনও মেলেনি। রাজ্য প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই টাকা আদায়ের চেষ্টা চলছে। তবে কেন্দ্রের অর্থ সহায়তা পেলে বা না পেলেও, রাজ্য সরকার নিজের উদ্যোগে প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত।