মুম্বই: মোদী জমানায় স্ট্যান্ড আপ কমেডিয়ানদের বারবার আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে৷ কখনো রাজনীতি নিয়ে কৌতুক আবার কখনও কোনো সম্প্রদায় নিয়ে কৌতুক করে জটিলতায় জড়িয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ানরা। এর মধ্যেই বিতর্কিত কমেডিয়ান কুণাল কামরা সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিব সেনা (শিণ্ডে) প্রধান একনাথ শিণ্ডেকে(Eknath Shinde)নিয়ে কৌতুক করে শিরোনামে উঠে এসেছেন। ঘটনাকে কেন্দ্র করে কুণাল কামরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
Read More: পঞ্চায়েত এলাকার পর এবার আগামী ৫ বছরেই শহরবাসীদের জন্য ‘বাংলার বাড়ি’, নয়া সিদ্ধান্ত নবান্নের
গানের সুর চড়া করে ‘গদ্দার’ তকমা একনাথ শিণ্ডেকে।(Eknath Shinde)মুম্বইয়ের এক হোটেলে এমনই গান শোনা যায় কমেডিয়ান কুণাল কামরার মুখে। সেখানে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি শিবসেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে কটাক্ষ করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়াতেই বিতর্ক চরমে ওঠে। রবিবার মুম্বইয়ের সেই হোটেলে ব্যাপক ভাঙচুর চালায় শিব সেনার কর্মী-সমর্থকরা।

কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বলা হয়েছে, ‘কুণাল একনাথ শিণ্ডেকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। যা জনগণের ভাবাবেগে আঘাত করেছে।’ শিণ্ডে শিবিরের সাংসদ সঞ্জয় নিরুপম হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামিকাল সকাল ১১টায় কুণালকে মারধর করা হবে। এমনকী তাকে দেশছাড়া করারও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে কুণালের বিতর্কিত গানের পাশে দাঁড়িয়ে উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে বলেন, ‘এই গানে ভুল কিছু নেই। গানটির বৃহত্তর অর্থ রয়েছে। ভীতু, কাপুরুষরাই এই নিয়ে বিতর্ক বাধাচ্ছে।’
Link: https://x.com/ekhonkhobor18/status/1904105026681024999?s=19
তবে মোদী জমানায় কমেডিয়ানদের স্ট্যান্ড আপ কমেডি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বহু কন্টেন্টকে আটকানোর জন্য বারবার বহু কমেডিয়ানকে হয়রানির শিকার হতে হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের কন্ঠরোধের চেষ্টা করছে মোদী সরকার, সে নিয়েও চর্চা তুঙ্গে। অনলাইন বিষয়বস্তুর ওপরও রোখ লাগানো হচ্ছে মোদীর শাসনকালে। বিজেপিশাসিত মহারাষ্ট্রেও তার অন্যথা হল না।
প্রসঙ্গত, অনলাইন কন্টেন্ট নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে এলন মাস্কও। সম্প্রতি ভারত সরকারের বিরুদ্ধে বেআইনিভাবে বিষয়বস্তুর নিয়ন্ত্রণ এবং স্বেচ্ছাচারী সেন্সরশিপের অভিযোগ তুলে মাস্কের সংস্থা ‘এক্স’ কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করেছে।