নয়াদিল্লি: মহাকুম্ভের সময়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ফের আবার একই স্টেশনে পদপিষ্ট হওয়ার মতোই পরিস্থিতি। ৫টি দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হওয়ায় অস্বাভাবিক ভিড়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে জানায় দিল্লি পুলিশ। (Delhi Police)
Read More: জোফ্রা আর্চারকে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠল হরভজনের বিরুদ্ধে, শুরু নিন্দার ঝড়
দিল্লি পুলিশ(Delhi Police)সূত্রে খবর, রবিবার রাতে মোট ৫টি ট্রেন নয়াদিল্লি স্টেশন থেকে নির্ধারিত সময়ের অনেকটা পরে ছাড়ে। শিবগঙ্গা এক্সপ্রেস, স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেস, জম্মু রাজধানী এক্সপ্রেস, লখনউ মেল এবং মগধ এক্সপ্রেস ছাড়তে দেরি হওয়ায় প্ল্যাটফর্মগুলিতে মানুষের ভিড় জমছিল। যার জেরে প্রায় পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, মূল সমস্যাটি হয়েছিল নয়াদিল্লি স্টেশনের ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মে।

তবে মহাকুম্ভের সময়ের মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্কতা অবলম্বন করতেই পদপিষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানাচ্ছে দিল্লি পুলিশ। কিন্তু নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেও ফের একই পরিস্থিতি তৈরি হয় কীভাবে? তা নিয়েও প্রশ্ন উঠছে। আদতে পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হলে এহেন অস্বাভাবিক ভিড়ের সম্মুখীন হতে হত না বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিকই আছে৷
Link: https://x.com/ekhonkhobor18/status/1904113858312319191?s=19